• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

আত্মসমর্পণে মিলবে পুনর্বাসন

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১  

রাজশাহীতে গত এক বছরে ৫৫ জঙ্গি গ্রেফতার এবং ৯১টি অস্ত্র ও ২১৯ রাউন্ড গুলিসহ ৭৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মাদক দ্রব্যও। এই সময়ে ৩ হাজার ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে এলিট বাহিনীটির সদস্যরা।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবদুল মোত্তাকিন এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘রাজশাহীতে আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

র‍্যাব অধিনায়ক বলেন, ‘আমাদের সীমানায় জঙ্গিবাদ, মাদক, অস্ত্র ও চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে জিরো টলারেন্স অব্যহত থাকবে। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত এক বছরে বিপুল পরিমাণে মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৭ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮৯ হাজার ৯৯১ পিস ইয়াবা, ১ হাজার ৬৯৮ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬২৭ লিটার চোলাই মদ, ৪১৩ বোতল বিদেশি মদ, ৩৮৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

২০২০ সালে অস্ত্র-মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভেজাল ব্যবসায়ী, ভুয়া চিকিৎসক, চোরাকারবারী, চাঞ্চল্যকর অপরাধের আসামি, মাদকসেবী ও জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ৩ হাজার ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।