বীরাঙ্গনাদের পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধুর
আজকের পটুয়াখালী
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, স্বাধীনতা সংগ্রামকালে পাক হানাদার বাহিনীর নির্যাতনের শিকার নারীরা যাতে স্বাধীনভাবে প্রকৃত নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে। ১৯৭৩ সালের ১২ জানুয়ারি কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত নির্যাতনের শিকার নারীদের হস্তশিল্পের প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু বলেন, ‘এই মহিলাদের পুনর্বাসন করা আমাদের জাতীয় দায়িত্ব। আমরা দেখতে চাই, ওরা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে সুখী পরিবারের মতো বসবাস করছে।’ বিভিন্ন সংস্থাকে এই মহান দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেন, ‘সবাই মিলে এভাবে এগিয়ে এলে দেশের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’
প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসুক
সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু বলেন, ‘এরা নির্যাতিত হয়েছেন দেশের স্বাধীনতার জন্য। ওদের কথা আমরা ভুলে গেলে কেউ আমাদের ক্ষমা করবে না।’ এই ধরনের সমাজকল্যাণমূলক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। যেসব প্রতিষ্ঠান এ ধরনের কাজে আত্মনিয়োগ করেছে, তাদের ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু সেবার মহান ব্রত নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি যেসব বিদেশি সংস্থা এ কাজে সহায়তা করছে তাদের ধন্যবাদ জানান।
সুফিয়া কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কামরুজ্জামান তাঁর বক্তৃতায় যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের জাতীয় চরিত্র পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, ‘এ দেশের প্রত্যেকটি মানুষের স্বাধীনতার ফল ভোগের সমান অধিকার আছে।’
কামরুজ্জামান বলেন, ‘সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন আমাদের জাতির পিতা। তাঁর চোখে এ দেশের সবাই সমান। দেশকে গড়ে তোলার ও একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলার দায়িত্ব এ দেশের সকল মানুষের।’
কাঁদিস না আমি তো আছি
অনুষ্ঠানে নির্যাতনের শিকার নারীরা যখন ঝরঝর করে কেঁদে ফেলেন, তখন বঙ্গবন্ধু কিছুতেই নিজেকে সংবরণ করতে পারছিলেন না। ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোনোমতে বললেন, ‘কাঁদিস না। কোনও চিন্তা নেই, আমি তো আছি। তোদের কোনও দুঃখ আমি রাখবো না।’ কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন কেন্দ্রে নির্যাতনের শিকার নারীদের হস্তশিল্পের প্রদর্শনী উদ্বোধনকালে বঙ্গবন্ধু এসব কথা বলেন। অনুষ্ঠান শেষ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ দেখলেন, গাড়ির কাছে দাঁড়িয়ে আছে এই কেন্দ্রের মেয়েরা। বঙ্গবন্ধু এগিয়ে গিয়ে তাদের কুশল জিজ্ঞেস করেন। একটি মেয়ে কোনও কথা বলতে পারছিল না, সে নিচের দিকে তাকিয়ে রইলো। পাশের জনের মাথায় হাত বুলিয়ে দিলেন জাতির পিতা। জানতে চাইলেন, তার কুশল। কিন্তু জবাবে মেয়েটির দু’চোখ বেয়ে অশ্রুধারা ঝরে, সে কেঁদে ফেললো।
বেলবটম প্যান্ট পছন্দ না বঙ্গবন্ধুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেলবটম প্যান্ট পছন্দ করতেন না। শুধু অপছন্দই না, তিনি বিরক্তবোধ করতেন। বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থা আয়োজিত শিল্প প্রদর্শনী পরিদর্শনকালে তিনি তাঁর এই মনোভাব প্রকাশ করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দঘন পরিবেশে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। এক জায়গায় তিনি বাচ্চাদের বেলবটম প্যান্ট দেখতে পেয়ে গম্ভীর হয়ে যান এবং প্যান্ট দেখিয়ে বলেন, ‘বেলবটম করেছেন কেন, করবেন না।’
এই দিনে শপথ নিয়েছিলেন বঙ্গবন্ধু
১৯৭২ সালের ১২ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। শপথগ্রহণের কিছুক্ষণ আগে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। ইস্তফা ঘোষণার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি ১৯৭২ সালের অস্থায়ী শাসনতন্ত্রের আদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এরপর একে একে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্য শপথ নেন। এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে ১২ জানুয়ারি বহু কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের প্রচলন ঘটেছিল।
- বিএনপিতে মহাসচিবকে উপেক্ষা
- সরকারি প্রণোদনায় পতিত জমিতে চাষাবাদ বাড়ছে
- ফেব্রুয়ারিতে সব মাদরাসা খোলার প্রস্তুতি
- দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভা বৈঠক
- কুঁচকিতে টান লেগে মাঠ ছাড়লেন সাকিব
- শেখ হাসিনার আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না: শাহরিয়ার আলম
- ভয় বনাম নেতিচিন্তা
- ‘নিজ ধর্মকে ভালোভাবে না জানার কারণে ফেতনা-ফাসাদ সৃষ্টি হচ্ছে’
- আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা
- প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: রাষ্ট্রপক্ষের শেষ শুনানি ১ফেব্রুয়ারী
- জাহাজ রফতানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য
- শীতে শিশুর জন্য যে খাবারগুলো বিপজ্জনক
- দেশকে সোনার বাংলা গড়ার দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ‘করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- মাছ চাষে অর্থায়ন ও গবেষণা বাড়ানোর আশ্বাস কেজিএফের
- বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ স্মরণে ডাকটিকিট
- ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরাপদ ও লাভজনক’
- বৈধ পথে বাড়ছে রেমিট্যান্স: পলক
- করোনার টিকা নিতে অ্যাপসে নিবন্ধন করবেন যেভাবে
- মহানবীর (সা.) ১৪০০ বছর আগের যে বাণী সত্য প্রমাণ পেলো বিজ্ঞান
- ছয় মাসে ১ লাখ ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা
- ফখরুলের ডিমেনশিয়া হয়েছে: তথ্যমন্ত্রী
- চার অপারেটরের কাছে বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি
- এসএসসির নতুন সিলেবাস প্রকাশ
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
- করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ৬০২
- চার ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৯৭
- সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে: পাপন
- চীন ও ভারতের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ
- বাউফলে নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন
- নতুন বছরে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর
- শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ওয়াজ মাহফিলে যোগ দেয় ওরা!
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
- কোলন ক্যান্সার প্রতিরোধে এই সবজি
- পটুয়াখালীতে ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- এগজস্ট ফ্যান সহজে পরিষ্কার করার ঘরোয়া উপায়
- বছরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোনার বাংলা গড়ার প্রত্যয়
- এসি লাগানো নৌকায় আত্মগোপনে থাকতেন ডাকাত সর্দার!
- তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে!
- ধনেপাতা যাদের জন্য মারাত্মক ক্ষতিকর
- ‘প্রকল্পে অযৌক্তিক ব্যয় পরিহার করতে হবে’
- দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন
- অভাবে স্ত্রীর ওড়নায় লজ্জা নিবারণ, সেই ভিক্ষুক দম্পতি পেলেন সহায়তা
- ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে নিজেকে সুরক্ষা করবেন যেভাবে
- শীতে কমলার যত উপকারিতা
- রিফাত হত্যা: সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন
- ৮৪০ জনকে চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী
- অবশেষে গ্রেপ্তার হলেন গরিবের বন্ধু ‘বিশেষজ্ঞ চিকিৎসক’!