• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয়

বরিশাল বিভাগের ২১ আসনে মনোনয়ন প্রত্যাশী ৭৫ নেতার আওয়ামী লীগের ফরম

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বরিশাল বিভাগের ৭৫ জন নেতা ফরম সংগ্রহ করেছে। শনিবার প্রথমদিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোয়ন বোর্ডের এক সদস্য জানান, শনিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি চলে। এতে ৭৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরিশালে ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে চারটি, বরগুনায় তিনটি, পিরোজপুরে তিনটি ও ঝালকাঠিতে দুটি করে আসন।

এ্যাড. বলরাম পোদ্দার জানান, প্রথম দিনের প্রথম ফরমটি সংগহ করেছেন ভোলা-১ আসনের জন্য মো. হেমায়েত উদ্দিন। সর্বশেষটি সংগ্রহ করেছে বরিশাল-২ আসনের জন্য আব্দুর রাজ্জাক।

বিভাগের মধ্যে মর্যাদাপূর্ন বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন, মুজিব নগর সরকারের তৎকালীন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা) এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মোর্শেদা বেগম।

বরিশাল বিভাগের ২১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহকারীরা হলেন বরিশাল-২ আসনে আবুল হাকিম সন্যামত, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম।

বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান।

বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, বরিশাল-৬ থেকে খান আলতাফ হোসেন ভুলু।

ভোলা-১ ফজলুল কাদের মনজু, ভোলা-২ মো. আব্দুল কাদের খান, মো. মাকসুদ আলম, আশিকুর রহমান, ভোলা-৩ মো. ফখরুল আলম, একেএম হেদায়েতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম মিন্টু মিয়া, এমএ কাশেম, নুরন্নবী চৌধুরী শাওন, আবু নোমান হাওলাদার, মো. জসিমউদ্দিন, মোশারেফ হোসেন দুলাল, মো. হোসেন হাওলাদার, ভোলা-৪ মোস্তাফিজুর রহমান, মেজবাহউদ্দিন, জাহাঙ্গীর আলম, আকম জামালউদ্দিন, আবু শাকের মোহাম্মদ তানিন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

পটুয়াখালী-২ আসনে আব্দুল মোতালেব হাওলাদার, খন্দকার শামসুল হক, পটুয়াখালী-৩ আসনে ইকবাল মাহমুদ, সন্তোষ কুমার দে, মু. ফখরুল ইসলাম, এসএম ফজলুল হক, মো. ফোরকান মিয়া, হিরন আহম্মেদ, আবুল হোসেন, পটুয়াখালী-৪ আসনে সৈয়দ নাসিরউদ্দিন, এসএম রাকিবুল আহসান, মহিবুর রহমান, শহিদুল্লাহ ওসমানী, জুনায়েদ মোহাম্মদ হাসিব, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল ইসলাম লিটন , ফাতেমা আক্তার।

পিরোজপুর-১ ইসাহাক আলী খান পান্না, শম রেজাউল করিম, রোজিনা নাছরিন, পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ, সাজ্জাদ সাকিব বাদশা, কানাই লাল বিশ্বাস, মো. জাহিদুল হক, ইসাহাক আলী খান পান্না, মোহাম্মদ কবির হোসেন হাওলাদার, পিরোজপুর-৩ মহিউদ্দিন মহারাজ, মোসা. নাসরিন।

ঝালকাঠি-১ বজলুল হক হারুন, মোহাম্মদ ইসমাইল, মনিরুজ্জামান, ঝালকাঠি-২ মো. মিল্লাত হোসেন।

বরগুনা-১ আসনে এসএম মশিউর রহমান, রফিকুল ইসলাম, মো. খলিলুর রহমান, গোলাম সরোয়ার টুকু, রফিকুল ইসলাম, বরগুনা ২ আব্দুল মালেক।