• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

‘ফ্রি ফায়ার গেম’ খেলে মানসিক ভারসাম্যহীন কিশোর

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ মে ২০২২  

যশোরে ‘ফ্রি ফায়ার গেম’ এ আসক্ত হয়ে তামিম হোসেন (১৭) নামে এক কিশোর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। সে ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের সাবুর আলীর ছেলে।

তামিম হোসেনের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ’ফ্রি ফায়ার গেম’ খেলে আসছিল তামিম। গেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে খাওয়া, পড়ালেখাসহ কোনো কিছুতে মন ছিল না তার। অনেক বিধিনিষেধের পরেও তাকে গেম খেলা থেকে বিরত রাখা যাচ্ছিল না।

ধীরে ধীরে মোবাইল গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তামিম হোসেন। মোবাইল কেড়ে নিলেও সে খালি হাতেই গেম খেলার অঙ্গভঙ্গি শুরু করে। এ অবস্থায় তার দু’হাত বেঁধে রাখা শুরু করে পরিবারের লোকজন। এদিকে তামিমের এমন পরিস্থিতিতে চরমভাবে ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।

এ বিষয়ে তামিমের বাবা সাবুর আলী বলেন, ‘গেমে আসক্ত শিশু-কিশোরদের খবর শুনেছি। কিন্তু আজ আমার নিজের সন্তান এই গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়েছে। তাকে স্থানীয়ভাবে এবং জেলা শহরে নিয়ে চিকিৎসক দেখিয়েছি। কোনো ফল পায়নি। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব অভিভাবক, শিশু কিশোর ও সচেতন মহলের কাছে অনুরোধ আপনার আদরের সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল দিলে সেটার যথাযথ ব্যবহার সম্পর্কে দৈনিক খোঁজখবর নিন। অন্যথায় দেরি হয়ে গেলে আমার সন্তানের মতো সেও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে।’