• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ জনগণের দল: শেখ হাসিনা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে  সারাদেশে ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় পর্যায়ে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সরকার প্রধান ভিডিও কনফারেন্সে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রে সংযুক্ত হয়ে সেখানকার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রামের বাঁশখালীতে সংযুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে। আর আওয়ামী লীগ যখন কাজ করে মানুষের জন্য, আমরা কি পেলাম সেটা চিন্তা করি না।  

তিনি বলেন, মানুষ কি পেল, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমাদের বিবেচনায় থাকে। আর সেই বিবেচনা নিয়ে আমরা কাজ করেছি বলেই আজকে এই ১৪ বছরের মধ্যে বাংলাদেশে পরিবর্তন আনতে পেরেছি, মানুষের ভাগ্য পরিবর্তন আনতে পেরেছি, দারিদ্র বিমোচন করতে পেরেছি, সেবা সব ধরনের, স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা সবই মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, মানুষের সমর্থন নিয়ে আমরা সরকারে এসেছি। যারা আমাদের ভোট দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। দেশের জনগণকে ধন্যবাদ জানাই।  

আওয়ামী লীগ সভাপতি বলেন, এই অফিসের মাধ্যমে অবশ্যই আমাদের নীতি আদর্শ জনগণের কাছে তুলে ধরবেন। সেটাই আমরা চাই। জনগণের যেন সব ধরনের সেবাটা নিশ্চিত থাকে সেটা আমরা চাই, সেটাই আমাদের লক্ষ্য।