• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

সামরিক ও বেসামরিক প্রশাসন জনগণের কল্যাণে কাজ করে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘সামরিক ও বেসামরিক প্রশাসনের নানা বিষয় ও কাজের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। উভয়েই দেশের ও জনগণের কল্যাণে কাজ করি। দুর্যোগ মোকাবিলা, উন্নয় প্রকল্প বাস্তবায়ন এবং কোনও কোনও ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে আমারা ওতপ্রোতভাবে জড়িত।’

তিনি বলেন, ‘ডিসি সম্মেলনকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। কারণ, ডিসিরা হচ্ছেন মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি। সে কারণে এই সম্মেলনে আমি কোনও প্রতিনিধি না পাঠিয়ে নিজেই সরাসরি উপস্থিত হয়েছি। গত বছরও ডিসি সম্মেলনে আমি নিজেই এসেছিলাম।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আগে ভুলের কারণে কিছু জায়গায় বোঝার পার্থক্য হলেও এখন আর তা হয় না। আমরা সামরিক প্রসাশন ও বেসামরিক প্রশাসন যৌথভাবে বিভিন্ন কাজ করে থাকি।’

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ডিসি সাহেবরা তো সরকারের প্রতিনিধি। তাদের সঙ্গে আমাদের কাজের পরিধিও ব্যাপক। ফলে আমরা একসঙ্গে দেশের নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজ করছি, কোনও সমস্যা হচ্ছে না।’

কয়েকজন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা সুনির্দিষ্ট করে বলেছেন যে ‘দুর্যোগ ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে একসঙ্গে থেকে কাজ করেছেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ আমি তাদের বলেছি, আপনাদের এই বার্তা আমার সেনাবাহিনীর সব সদস্যের কাছে পৌঁছে দেবো। আমি বিশ্বাস করি, আপনাদের এই বার্তা আমার সদস্যদের মনোবল আরও দৃঢ় করবে, উৎসাহী করবে।’

দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে, এ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সেনাপ্রধান বলেন, ‘এ নিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি।’

মিয়ানমার সীমান্তে উত্তেজনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কোনও আলোচনা হয়েছিল কি না, এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘এটি একটি ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন প্রেক্ষাপট। এখানে সে নিয়ে কোনও কথা হয়নি।’