• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরাভকে দেশে ফিরিয়ে আনতে ‘কোনও বাধা নেই’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনকে দেশে ফিরিয়ে আনতে কোনও বাধা নেই। পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়ে বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী না হলেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত কাগজপত্র ইন্টারপোলে পাঠানো হয়েছে। এরইমধ্যে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তাকে যেকোনও সময় দুবাই থেকে দেশে ফেরত আনা হবে।

সূত্রটি জানিয়েছে, আরাভ খান বর্তমানে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছে এবং দুবাইয়ের রেসিডেন্ট কার্ড পেয়েছে। তবে আরাভ খান যে বাংলাদেশে পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত; এ বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠানো হয়েছে। ইন্টারপোল এসব বিষয়ে অবগত হয়ে রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশের পাসপোর্টধারী না হলেও অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখা। ইন্টারপোল এবং দুবাই পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এনসিবির কর্মকর্তারা। ইন্টারপোল এবং দুবাই পুলিশের সাথে সমন্বয় করে কোন প্রক্রিয়ায় আরাভকে বাংলাদেশে আনা হবে— এসব বিষয়ে এনসিবির কর্মকর্তারা কাজ করছেন।

সূত্রটি আরও জানায়, রেড নোটিশ জারির পর থেকেই দুবাই পুলিশের নজরদারিতে রয়েছে আরাভ খান। দুবাই থেকে যেন অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন, সে ব্যাপারেও নজরদারি বাড়িয়েছে সেই দেশের পুলিশ। এসব বিষয় দুবাইয়ের বাংলাদেশের দূতাবাস খোঁজখবর রাখছে।

এছাড়া আরাভ খান মাত্র কয়েক বছরে কীভাবে এত বিশাল সম্পত্তির মালিক হয়েছে, এর পেছনে কারা রয়েছে; এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে সে কীভাবে ভারতে পালিয়ে গেছে, ভারতে পাসপোর্ট তৈরি করে আবার কীভাবে বাংলাদেশ ঘুরে গেছে, এসব বিষয়ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সূত্রটি জানিয়েছে, দেশে এসে ঘুরে যাওয়ার পেছনে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা তাকে সহায়তা করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিট দেওয়া হলেও মামলাটি পুনর্তদন্তের জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, ‘বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ডকুমেন্টস এর ভিত্তিতে ইন্টারপোল এরই মধ্যে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল এবং দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এনসিবি শাখা কাজ করছে।’