• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

গুলি দিয়ে মালয়েশিয়ান প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

মালয়েশিয়া প্রবাসী মেহেদুল ছুটি কাটাতে দেশে এসে আটকে যান করোনার কারণে। আবার বিদেশ যেতে কাগজপত্র ঠিক করতে আসেন ঢাকায়। জানতেন না কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তার জন্য। একটি মাস্কের প্যাকেট থেকে ছয় রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে নির্দোষ মেহেদুলকে ফাঁসানোর মূলহোতা মালয়েশিয়ায় অবস্থানরত তারই দুই সহকর্মী। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিদেশ যেতে কাগজপত্র ঠিক করতে গত রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় আসেন গাইবান্ধার মেহেদুল। মালয়েশিয়া থেকে দেওয়া হয় হাসান নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করার পরামর্শ।

দেখা করার পর মেহেদুলের কাছ থেকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিয়ে তার হাতে একটি মাস্কের প্যাকেট দিয়ে কৌশলে কেটে পড়েন হাসান। গোপন সংবাদের ভিত্তিতে মিনিট দশেক পরই আসে পুলিশ। তল্লাশিতে মেহেদুলকে দেওয়া মাস্কের প্যাকেটে ছয় রাউন্ড তাজা গুলি পায় পুলিশ।

গুলির রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ নিশ্চিত হয় মেহেদুল ষড়যন্ত্রের শিকার। তাকে সঙ্গে নিয়ে হাসানের খোঁজে অভিযানে নামে পুলিশ। করা হয় গ্রেফতার।

হাসানকে জিজ্ঞাসাবাদে খুলতে থাকে গুলি রহস্যের জট। হাসান বলেন, মালয়েশিয়ায় থাকা তার আত্মীয় মনিরের পরামর্শে মেহেদেুলকে ফাঁসাতে মাস্কের প্যাকেটে দেওয়া হয়েছিল গুলি।

২০২০ সালে মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে এসে করোনার কারণে আটকে যান মেহেদুল। মালয়েশিয়ায় তার সহকর্মী ছিল ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল ও মনির। তাদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় মালয়েশিয়ায় যাওয়া ঠেকাতে ফাঁসানোর চেষ্টা করা হয় মেহেদুলকে।

ঢাকা মেট্রোপলিটন (গুলশান বিভাগ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসান ফিরোজ বলেন, করোনাকালীন সময়ে তার (মেহেদী) সঙ্গে বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার চার-পাঁচজন লোক একই মালিকের অধীনে চাকরি করতো। তাদের একজন বাংলাদেশে আসবে বলে অন্য মালিকের সঙ্গে কাজ শুরু করেন। এ তথ্যটি মেহেদুল তার মালিককে দেন। এজন্য তারা একজোট হয়ে মেহেদুল যাতে মালয়েশিয়ায় ঢুকতে না পারে সেজন্য তাকে ফাঁসানোর চেষ্টা করে।

পুলিশ বলছে, গুলির রহস্য উদঘাটন করতে তাদেরকে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল। হাসানকে গুলি সরবরাহকারীদের সন্ধানেও কাজ করছে পুলিশ।