• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

পেট্রল দিয়ে জামাইকে পুড়িয়ে হত্যাচেষ্টা: শাশুড়ি-ভায়রা গ্রেফতার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

যশোরে শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় শাশুড়ি ও ভায়রাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার অভিযান চালিয়ে ভায়রা সবুজ হোসেন ও শাশুড়ি রুপালী বেগমকে গ্রেফতার কারা হয়। গ্রেফতার সবুজ হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে ও রুপালী বেগম মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে। তারা সম্পর্কে ভিকটিমের ভায়রা ও শাশুড়ি।

সোমবার র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল জানতে পারে, উপজেলার মাথাভাঙ্গা গ্রামে দাইতলা গ্রামের আমজাদ আলীর ছেলে রায়হানকে শ্বশুড়বাড়ির লোকজন অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টা করে। পরে স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। ৩০ অক্টোবর ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুড়বাড়িতে যেতে বলেন। সেদিনই রাত সাড়ে ৭টার দিকে শ্বশুড়বাড়িতে গেলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে ভায়রা সবুজ হোসেন ও শাশুড়ি রুপালী বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারদের  বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।