• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

গাজীপুরে শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

গাজীপুরে ককটেল, লাঠিসোঁটা, সংগঠনের চাঁদা আদায়ের রশিদসহ শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 গোপন সংবাদের ভিত্তিতে বাসান থানার ভোগড়া রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান,  আমিরুল ইসলাম আফনান,  মো. জায়েদ, মো. মেহেদী হাসান, মো.  মোবাশ্বির ইমাম, মো. রাজু খান, মুজাহীদ হাসান, মো. খালেদ বীন হোসাইন, মো. মেহেদী হাসান, মো. জিন্নাহ, মো. জোবায়ের হোসেন,  রাইসুল ইসলাম মেহেদী, মো. সাদেকুল ইসলাম, মো.  আতাউল্লাহ আফফান, মো. ইয়াসিন আরাফাত, মো. তাওহীদ, মো. রকিব, মো. নাঈম, মো. আলী আজগর, মো. মজিবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সরকার পতনের উদ্দেশে বাসন থানার ভোগড়া বাসন সড়ক রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকেতর সামনে লাঠিসোঁটা এবং ইট নিক্ষেপ করে মহাসড়কে চলাচলারত গাড়ি ভাংচুর করছে ও ককটেল ফেলে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। পরে ঘটনাস্থলে গিয়ে ২০ জন শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।