• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ২১ দিনে নিহত ১১

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

মাদক চোরাচালান, মানবপাচার, চাঁদাবাজি, অপহরণ-মুক্তিপণ, হামলা-হত্যাকাণ্ডে অস্থির হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প। মার্চ মাসের ২১ দিনেই নিহত হয়েছেন ১১ রোহিঙ্গা। তাদের মধ্যে খুন হয়েছেন ৯ জন ও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
সবশেষ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উখিয়ার তাজনিমারখোলা এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত ও একজন আহত হয়েছেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ৫-৬ জন অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত ১৩ নম্বর ক্যাম্পে হামলা চালায়। ঐ সময় রফিক নামে ২ জন ও ইয়াছিন নামে একজনকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে মো. রফিকের বুকে গুলি লাগে। আরেকজনের চোখের উপরে গুলি লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। ঐ ঘটনায় দুজনই নিহত হন এবং ইয়াসিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান জোরদার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ বলছে, গত ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ৭টি হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগি রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক। আধিপত্য বিস্তারের জেরেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন।

১৪ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিসহ (আরসা) ৩টি সন্ত্রাসী গ্রুপ ও ১৪টি ডাকাত দল সক্রিয় রয়েছে। তারা আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান ও অপহরণকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ পর্যন্ত কয়েকশ রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো নাশকতার আশঙ্কা নেই। ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এপিবিএন, র‍্যাবের বেশ কয়েকটি টিম প্রতিনিয়ত কাজ করছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি।