• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ মে ২০২৩  

নতুন শিক্ষাক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে। সমস্যার সমাধান করতে শিখবে। মননশীল মানুষ হবে। এমনকি তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতায় জোর দেওয়া হয়েছে বেশি। আমাদের শিক্ষার্থীরা যেন সহযোগিতার মাধ্যমে শিখতে পারে, সেজন্য এখন শিক্ষাপদ্ধতি ভিন্ন করে ফেলা হয়েছে।’

শনিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাক্রমের পরিবর্তন প্রসঙ্গে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার রূপান্তর ঘটনোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি। অভিজ্ঞতার ভিত্তিতে শেখা, হাতেকলমে শেখা এবং যা শিখছি তা প্রয়োগ করতে শেখা– আমাদের শিক্ষাক্রম হবে এমন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা শেষে আপনারা কর্মের জগতে উদ্যোক্তা অথবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করবেন। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে, যদি আপনাকে সেই কর্মজগতে প্রবেশের জন্য তৈরি করে দিতে পারে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হাবিবুর রহমানসহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।