• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

বিশ্বকাপ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

হালের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকপ্রিয়তার সুবাদে বর্তমানে প্রচার হচ্ছে নাটকটির চতুর্থ সিজন। এরইমধ্যে ৭৫টি পর্ব প্রচার হয়েছে। কাবিলা, পাশা, শুভ, হাবু ও শিমুলদের নানা কাণ্ড দেখার জন্য প্রতিটি পর্বই লুফে নিচ্ছে দর্শক।

সেই দর্শকের জন্য সুখবর। নতুন চমক আসতে চলেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এ। আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ পর্ব নির্মাণ করা হবে। যেখানে দেখানো হবে, কাবিলা-শুভরা কে কোন দলের সমর্থন করে। সেই সমর্থন নিয়ে তাদের আলোচনা, তর্ক, ঠাট্টা সবই তুলে ধরা হবে পর্বটিতে।

বিশ্বকাপ পর্বের খবরটি দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। তার কাছে জানতে চাওয়া হয়, চতুর্থ সিজন কত পর্ব পর্যন্ত চলবে? জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমাদের কিছু শুটিং বাকি আছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি স্পেশাল পর্ব করার চিন্তা আছে। যেমনটা রমজান ও কোরবানি নিয়ে করেছিলাম।’

বলে রাখা প্রয়োজন, গত দুই ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দুটি বিশেষ পর্ব প্রচার হয়। সেগুলো দ্রুততম সময়ে ভিউর রেকর্ড গড়ে। এর মধ্যে ‘ব্যাচেলরস রমজান’-এর ভিউ ছাড়িয়েছে ১৮ মিলিয়ন এবং ‘ব্যাচেলরস কোরবানি’র ভিউয়ার্স ১৭ মিলিয়নের বেশি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মা। এছাড়াও আছেন পারসা ইভানা, সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হচ্ছে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর কাতারে। প্রায় মাসব্যাপী আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।