• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন মুখের ঘা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১১ মে ২০২২  

আমাদের মধ্যে বহু মানুষ মুখের আলসারে ভোগেন। এই সমস্যায় মুখ ঘা হয়। এই ঘা যাদের হয়, তারাই বোঝেন সমস্যা ঠিক কতটা গুরুতর। এতে জায়গাটা লাল হয়ে যায়, আর লাল বর্ডারের ভিতরটা হয় সাদা। এমনকী কিছুটা ফুলেও যেতে পারে। তাই সমস্যাটি দেখা দিলে সতর্ক হয়ে যেতে হবে। 

এখন বহু মানুষের মধ্যেই এই সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্যার পেছনে ভিটামিনের কমতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, পানি কম পান করা, দুশ্চিন্তা সহ অনেক কারণ থাকতে পারে।

এছাড়া অনেক সময় দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকার কারণে এই সমস্যা দেখা দেয়। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কমে। তবে কথায় কথায় ওষুধ না খেয়ে বরং আরও বেশি সতর্ক হয়ে ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান করে ফেলতে হবে। 

এবার আসুন জানা যাক এই সমস্যার ঘরোয়া সমাধান সম্পর্কে..

> পানিতে এক চামচ ফিটকারি ঢেলে নিন। এরপর সেই পানি দিয়ে দিনে ৪ বার কুলকুচি করুন।

> ২ চামচ হলুদ গুড়া নিন। এবার তা পানিতে ফোটান। তারপর পানি ঠাণ্ডা করে কুলকুচি করুন।

> গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ মিশিয়ে ওই জায়গায় লাগান।ৱ

> এলাচের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। এরপর কিছুটা সময় এলাচ লাগিয়ে রাখুন ওই জায়গা। আরাম পাবেন।

> এছাড়া অ্যালোভেরা জ্যুস সামান্য পরিমাণে নিয়ে ওই জায়গায় লাগালেও উপকার পাবেন।

মুখের ঘা কিন্তু ফেলে রাখলে একেবারেই চলবে না। কারণ মুখের ঘা না কমলে সমস্যা অন্য কিছুর ইঙ্গিতও করতে পারে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।