• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

‘কিছু ট্রেনের সেবা ভালো নয়, ক্যাটারিং চালান সরকারবিরোধী লোকজন’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ মে ২০২৩  

দেশের কয়েকটি আন্তঃনগর ট্রেনের ক্যাটারিং সার্ভিস (খাবার সরবরাহ) এবং অন-বোর্ড (অ্যাটেনডেন্ট) সরকারবিরোধী লোকজন চালায় বলে অভিযোগ তোলা হয়েছে। ওই সব ট্রেনের সেবার মান ভালো নয় বলেও অভিযোগ করা হয়।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলেন খোদ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। পরে রেলওয়েতে কোন প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ করা হয় পরবর্তী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে অনুশাসন দেওয়া হয়।

মঙ্গলবার (৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে এ তথ্য। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।

এর আগের বৈঠকে ফজলে করিম জানিয়েছিলেন, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতি এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পার্বতী এক্সপ্রেসসহ বেশ কিছু আন্তঃনগর ট্রেনে অন-বোর্ড অথবা ক্যাটারিং সার্ভিস সরকারবিরোধী লোকজন চালাচ্ছে।

তার দাবি, ওই সব ট্রেনের সেবার মান মানসম্মত নয়। তিনি পরিচালনাকারীদের (লিজ গ্রহণকারী) চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন করে এসব সেবা পরিচালনার জন্য প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দেন।

ওই বৈঠকের অগ্রগতি প্রতিবেদনে মঙ্গলবারের বৈঠকে মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠান তালিকাভুক্তির কার্যক্রম চলমান। তালিকাভুক্তির পর ৩০ সেপ্টেম্বরের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগ করা পাঁচটি ট্রেনের মধ্যে দুটি ট্রেনের অন-বোর্ড সার্ভিস রেলওয়ের অ্যাটেনডেন্ট দিয়ে পরিচালিত হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আর অন্য তিনটি ট্রেনের অন-বোর্ড সার্ভিস পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে।

অন-বোর্ড সার্ভিস পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে বলে সংসদীয় কমিটিকে জানায় মন্ত্রণালয়।

এদিকে মুজিববর্ষ উপলক্ষে দেড় বছর আগে দেশের সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সুপারিশ করা হলেও, তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটি।

এ ব্যাপারে মন্ত্রণালয় জানায়, ৩৫টি রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের টেন্ডার হয়েছে। ম্যুরালের সঙ্গে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত করা হবে। তবে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সংক্ষিপ্ত জীবনী স্থাপনের আগে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়।

পরে বিষয়টি নিয়ে কথা বলেন সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এসময় তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ১০১টি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

পরে ওই বৈঠকে সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জন্য পুনরায় সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন ২৯টি, পশ্চিমাঞ্চলের ২৮টি মোট ৫৭টি স্টেশনের দর্শনীয় স্থানে ১০১টি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জন্য ই-জিপিতে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে। কাজটি দ্রুত বাস্তবায়ন করা হবে।