• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

‘কিছু ট্রেনের সেবা ভালো নয়, ক্যাটারিং চালান সরকারবিরোধী লোকজন’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ মে ২০২৩  

দেশের কয়েকটি আন্তঃনগর ট্রেনের ক্যাটারিং সার্ভিস (খাবার সরবরাহ) এবং অন-বোর্ড (অ্যাটেনডেন্ট) সরকারবিরোধী লোকজন চালায় বলে অভিযোগ তোলা হয়েছে। ওই সব ট্রেনের সেবার মান ভালো নয় বলেও অভিযোগ করা হয়।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলেন খোদ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। পরে রেলওয়েতে কোন প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ করা হয় পরবর্তী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে অনুশাসন দেওয়া হয়।

মঙ্গলবার (৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে এ তথ্য। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।

এর আগের বৈঠকে ফজলে করিম জানিয়েছিলেন, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতি এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পার্বতী এক্সপ্রেসসহ বেশ কিছু আন্তঃনগর ট্রেনে অন-বোর্ড অথবা ক্যাটারিং সার্ভিস সরকারবিরোধী লোকজন চালাচ্ছে।

তার দাবি, ওই সব ট্রেনের সেবার মান মানসম্মত নয়। তিনি পরিচালনাকারীদের (লিজ গ্রহণকারী) চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন করে এসব সেবা পরিচালনার জন্য প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দেন।

ওই বৈঠকের অগ্রগতি প্রতিবেদনে মঙ্গলবারের বৈঠকে মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠান তালিকাভুক্তির কার্যক্রম চলমান। তালিকাভুক্তির পর ৩০ সেপ্টেম্বরের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগ করা পাঁচটি ট্রেনের মধ্যে দুটি ট্রেনের অন-বোর্ড সার্ভিস রেলওয়ের অ্যাটেনডেন্ট দিয়ে পরিচালিত হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আর অন্য তিনটি ট্রেনের অন-বোর্ড সার্ভিস পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে।

অন-বোর্ড সার্ভিস পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে বলে সংসদীয় কমিটিকে জানায় মন্ত্রণালয়।

এদিকে মুজিববর্ষ উপলক্ষে দেড় বছর আগে দেশের সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সুপারিশ করা হলেও, তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটি।

এ ব্যাপারে মন্ত্রণালয় জানায়, ৩৫টি রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের টেন্ডার হয়েছে। ম্যুরালের সঙ্গে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত করা হবে। তবে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সংক্ষিপ্ত জীবনী স্থাপনের আগে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়।

পরে বিষয়টি নিয়ে কথা বলেন সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এসময় তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ১০১টি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

পরে ওই বৈঠকে সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জন্য পুনরায় সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন ২৯টি, পশ্চিমাঞ্চলের ২৮টি মোট ৫৭টি স্টেশনের দর্শনীয় স্থানে ১০১টি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জন্য ই-জিপিতে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে। কাজটি দ্রুত বাস্তবায়ন করা হবে।