• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

এ ছাড়াও বাংলদেশ ছাত্রলীগ, পবিপ্রবি শাখা, ডিন (কৃষি অনুষদ), ডিন (বিএএম অনুষদ), ডিন (সিএসই অনুষদ), ডিন (ডিএম অনুষদ), ডিন (মাৎস্যবিজ্ঞান অনুষদ), ডিন (এনএফএস অনুষদ), ডিন (এলএমএ অনুষদ), ডিন (পিজিএস), ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট, শের-ই-বাংলা হল-১, প্রভোস্ট, শের-ই-বাংলা হল-২, প্রভোস্ট, কবি বেগম সুফিয়া কামাল হল, প্রভোস্ট, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, প্রভোস্ট,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, প্রভোস্ট, এম. কেরামত আলী হল, বাংলাদেশ ছাত্রলীগ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, রোভার স্কাউট, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯.৫০মি. প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এক শোক র‌্যালী ক্যাম্পাস এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে এসে শেষ হয়। 

পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর আকম মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, অফিসার্স এসোশিয়েসনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজোওয়ানা হিমেল, কর্মচারী পরিষদের সভাপতি মজিবর রহমান মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।