• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

বিদ্যুৎ সুবিধায় আর্থ-সামাজিক উন্নয়নে সুফল আসবে- এমপি মহিব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্ভোধনের সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, এ দেশের মাটি ও গনমানুষের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেক হাসিনা ওয়াদা করেছিলেন রাঙ্গাবালী উপজেলাবাসীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ পেতে যাচ্ছে নদী ও সাগর বেষ্টিত এ জনপদের মানুষ। পরীক্ষামুলকভাবে চালু হলেও অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের। বিদ্যুৎ সুবিধায় এ অঞ্চলের শিক্ষা, কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রযুক্তি ব্যবহারে আসবে সুফল।

গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে পরীক্ষামূলক বিদ্যুৎ লাইনের শুভ উদ্ভোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খাঁন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির প্রমুখ।

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর হয়ে বুড়াগৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে দুই কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীকে সংযুক্ত করা হয়েছে জাতীয় গ্রীড লাইন। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে ৬০ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র। এ উপকেন্দ্রের মাধ্যমেই রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নের মানুষ পাচ্ছে বিদ্যুৎ সেবা। গলাচিপার চরকারফারমা হয়ে আগুনমুখা নদীর তলদেশ দিয়ে এক কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চালিতাবুনিয়া ইউনিয়নে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে উপজেলার সকল দ্বীপ ইউনিয়নকে আনা হচ্ছে বিদ্যুতের আওতায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা সাকের্লের ডিজিএম মাইন উদ্দিন আহমেদ জানান, ইতোমধ্যে ১১শ’ ৯৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। মিটার প্রতিস্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ে সাড়ে ২২ হাজার গ্রাহক বিদ্যুতের সবিধা পাচ্ছে।