• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার মা শেখ হাসিনার জন্য আল্লার কাছে দোয়া করমু- ষাটার্ধো আব্দুল জলিল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

পটুয়াখালী প্রতিনিধিঃ ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এর মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে (‘ক’ শ্রেণিভুক্ত) জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ১ম পর্যায়ে ৩৯৩টি, ২য় পর্যায়ে ৫০০টি ও ৩য় পর্যায়ে ২১০টি ঘর প্রদান করা হয়েছে।  উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন কার্যক্রম প্রদর্শন শেষে সেখানে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলত দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহীদ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী, উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় জমির কবুলত দলিল ও ঘরের চাবি পেয়ে কুলসুম বেগম (৬৫) আবেগ আপ্লুত কন্ঠে বলেন, ‘এতদিন অবদার পাশে ভাঙ্গা ঘরে ঝড়-বইন্যার মধ্যে অনেক কষ্ট করছি। এহন আর কষ্ট করতে অইব না। আল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অনেক দিন বাঁচাইয়া রাখুক।’

ঘর পেয়ে আবদুল জলিল (৬০) কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মা। মা আমারে একটা দালান ঘর দেছে। হেই ঘরে বইয়া নামাজ পইড়া মা শেখ হাসিনার জন্য আল্লার কাছে দোয়া করমু।’