• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

গলাচিপায় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ  পটুয়াখালীর গলাচিপায় ঘূর্নিঝড়ে ঝুকিপূর্ন বাসবাসকারী মানুষের জন্য সাইক্লোন সেল্টার বা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শনিবার রাতে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম।

সামুদ্রিক ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় গলাচিপা সদর ইউনিয়নের পায়রা বন্দর মোহনায় বোয়ালিয়া আশ্রয়ন কেন্দ্র চরকারফামা অঞ্চলের মানুষের আশ্রয়ন কেন্দ্রে উপস্থিতি ও জনসাধারণকে সচেতনতায় ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এছাড়া সকল আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত মানুষের খাবার সহ সব ধরনের সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় মানুষের সাথে বন্যা মোকাবেলা করার লক্ষ্যে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা ও প্রস্তুতি নিয়েছেন বলে জেলা প্রশাসক।

এ সময় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপজেলার সকল দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল জনসাধারণ ও জেলেদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জেলা প্রশাসককে অবহিত করেন।

অপরদিকে সিপিপি, কর্মীরা ও পুলিশ প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রচার অভিযান অব্যাহতি রেখেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পরিদর্শনের সময়ে ইউএনও, সার্কেল এসপি মোরশেদ তোহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন কুমার দাস, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, সিপিপির উপজেলা টিম লিডার আশিষ ঢালী, সিপিপি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।