• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পদ্মাসেতু উদ্বোধনে শোকসন্তপ্ত বিএনপি!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

নানা জল্পনা-কল্পনা ও গুজবকে উড়িয়ে দিয়ে দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ উৎসবে মেতে উদ্বোধন পালিত হল এ সেতুর।

তবে দেশের এ আনন্দঘন মুহূর্তে মন ভালো নেই বিএনপি নেতাকর্মীদের। তারা এ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যেন শোকে মূর্ছা গেছেন। দলের নেতাকর্মীদের আচরণে এমনটাই মনে হচ্ছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের নির্দেশে ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনের দিনটিকে শোক পালনের জন্য নির্ধারণ করে বিএনপি। তবে এই শোক পালনে ঘি ঢেলে দেন দলের তৃণমূলের কিছু নেতাকর্মী। হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তারা পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে যান এবং সেখান থেকে ফেসবুকে কিছু ছবিও আপলোড করেন। 

এদের মধ্যে তিনজন ছবির ক্যাপশনে লিখেছেন- ‘স্বপ্নের পদ্মাসেতু’। আর বিষয়টি নজরে আসতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, বিষয়টি জানার পর ফখরুলসহ সিনিয়র কোনো নেতাই বাসা থেকে বের হচ্ছেন না। পদ্মাসেতু উদ্বোধনের দিনই করোনায় আক্রান্ত হওয়ার নাটক সাজান মির্জা ফখরুল। মিডিয়ার সামনে না আসার অজুহাতের জন্যেই তিনি এ নাটক মঞ্চস্ত করেছেন বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে। 

দেশের বিজ্ঞজনরা বলছেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। রয়েছে যানবাহন চালকদের মধ্যেও উচ্ছ্বাস, কারণ তাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হয়েছে। পদ্মা পাড়ি দেওয়ার জন্য তাদের আর ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারাদেশের মানুষের এই আনন্দ-উচ্ছ্বাসেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মনে আনন্দ নেই। তাদের আজ মন খারাপ। এতদিন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা আবোল-তাবোল বকেছেন। এখন তাদের জবানই বন্ধ হয়ে গেছে। তারা যেন শোকে মূর্ছা গেছেন!

পদ্মাসেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, পদ্মাসেতু নির্মাণ ষড়যন্ত্রকারীদের জন্য সমুচিত জবাব। আর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও হয়তো এতদিনে বুঝতে পেরেছেন, হাজার ষড়যন্ত্র করেও দেশের উন্নয়নকে দমিয়ে রাখা সম্ভব নয়।