• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয়

ভিসানীতির অন্তরালে কোনো ষড়যন্ত্রের আভাস

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

যুক্তরাষ্ট্র যেসব দেশে গণতন্ত্রের কথা বলে হস্তক্ষেপ করেছে, সেসব দেশের পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির ভিসানীতির অন্তরালে কোনো ষড়যন্ত্রের আভাস পাওয়া গেলে বাংলার মানুষ তা বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাঙামাটি আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ক্ষমতাসীন দলের নেতা।

‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসা নীতি সম্মানজনক নয়’ মন্তব্য করে তিনি বলেন, কার স্বার্থে এবং কোন যুক্তিতে একটি স্বাধীন দেশকে অপমানিত করলেন তা বোধগম্য নয়।

বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে দায়ীরা এবং তার পরিবারের সদস্যরা ভিসা পাবে না বলে যুক্তরাষ্ট্র গত ২৪ মে যে ঘোষণা ‍দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটি।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন নেতা এর আওতায় আছেন বলেও জানানো হয়েছে।

হানিফ বলেন, আমেরিকা গণতন্ত্রের ছবক দেয়, মানবাধিকারের কথা বলেন। কিন্তু এই ধরনের কথা আমাদের শঙ্কা লাগে।

কারণ তারা ইরাক, সিরিয়া, লিবিয়া ও মিশরেও একই ধরনের কথা বলে সরকার উৎখাত করেছে। সেসব দেশ আজ যুদ্ধবিধ্বস্ত হয়ে পড়েছে। তাই বাংলাদেশেও নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এসব কথা বলে অন্য কোনো ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করব।

বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই দাবি করে তিনি বলেন, তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। জনগণ তাদেরকে প্রত্যাঘাত করেছে।

তারা জানে জনগণের ভোটে তাদের নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তাই তারা বিদেশি প্রভুর হস্তক্ষেপের মাধ্যমে সরকার পতনের স্বপ্ন দেখছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের মনোনয়ন নিয়ে ‘দুচিন্তার কিছু নেই’ বলেও জানান আওয়ামী লীগ নেতা। বলেন, “আমার নিজে নমিনেশন নিয়ে আমি শঙ্কায়।

রাঙামাটিতে দীপংকর তালুকদারের বিকল্প কেউ নেই। এমনকি দীপংকর তালুকদারের বিকল্প নিয়ে প্রধানমন্ত্রীও ভাবেন, এমন কিছু কখনো বলতে শুনিনি। সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারেন।

প্রতিনিধি সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে প্রবেশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউট প্রাঙ্গণে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথি ও দশটি উপজেলার নেতারা।