• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

দুই সেজদার মাঝে মুমিনের ৫ চাওয়া

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ মে ২০২২  

আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার স্থান সেজদা। আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদতও সেজদা। মুমিন বান্দার সেজদার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর প্রিয় বান্দারা নামাজের সময় দুই সেজদার মাঝখানে আবেগঘন কিছু আবেদন করেন। এ চাওয়াগুলো সঙ্গে দুনিয়া ও পরকালের কল্যাণ জড়িত। সেই ৫ চাওয়া কী?

মুমিনের ৫ চাওয়া

এক সেজদা দিয়ে সোজা হয়ে বসে মুমিন নামাজি আল্লাহর কাছে ৫টি আবেদন করেন। যার প্রতিটি আবেদনই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যদি বান্দার এ ৫টি আবেদন কবুল করে নেন তবে ওই ব্যক্তির জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আবেদনগুলো হলো-

১. اَللَّهُمَّ اغْفِرْلِىْ

উচ্চারণ : ’আল্লাহুম্মাগ ফিরলি’

অর্থ : ’হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।’

২. وَارْحَمْنِىْ

উচ্চারণ : ’ওয়ার-হামনি’

অর্থ : ’আমার প্রতি রহমত দান করুন।’

৩. وَاهْدِنِىْ

উচ্চারণ : ’ওয়াহদিনি’

অর্থ : ’আমার প্রতি আপনার হেদায়েত দান করুন।’

৪. وَارْزُقْنِىْ

উচ্চারণ : ’ওয়ার-যুক্বনি’

অর্থ : ‘আমাকে রিজিক দান করুন।’

৫. وَعَافِنِىْ

উচ্চারণ : ’ওয়া আফিনি’

অর্থ : ’আমাকে সুস্থতা দান করুন।’

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত চমৎকার দোয়াই না তাঁর ‍উম্মতকে শিখিয়েছেন। যে চাওয়াগুলো পূরণ হলে কোনো মুমিনের জন্য আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। হাদিসের বর্ণনায়ও বিষয়গুলো এভাবে ওঠে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝে এ দোয়া পড়তেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন; আমার প্রতি দয়া করুন। আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমার রিজিক দান করুন।’ (আবু দাউদ)

সুতরাং সব নামাজির উচিত, প্রত্যেক নামাজের দুই সেজদার মাঝে উত্তম কথামালায় সজ্জিত ৫টি আবেদন আশা-ভয় ও আবেগ-ভালোবাসায় আল্লাহর কাছে প্রার্থনা করা।

আল্লাহ তাআলা সব নামাজিকে প্রত্যেক নামাজে এ আবেদনগুলো যথাযথভাবে করার তাওফিক দান করুন। আমিন।