• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

সত্য স্বপ্ন নবুয়তের অংশবিশেষ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

আমরা ঘুমের মধ্যে প্রায়ই কমবেশি স্বপ্ন দেখে থাকি। কেননা স্বপ্ন হচ্ছে মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এই স্বপ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। কখনো ভালো, আবার কখনো মন্দ। স্বপ্নের এই প্রকারভেদ হাদিসে নববি (সা.) দ্বারা স্বীকৃত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
الرُّؤْيَا ثَلاَثٌ فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهِ الْمَرْءُ نَفْسَهُ

অর্থাৎ স্বপ্ন তিন প্রকার। যথা: উত্তম স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে; মানুষের কল্পনাপ্রসূত স্বপ্ন, তিনি দিনে বা জাগ্রত অবস্থায় যা কল্পনা করেন, স্বপ্নে তা-ই দেখেন। (সুনানে আবু দাউদ: ৫০১৯)

তবে মুমিন বান্দারা আল্লাহর পক্ষ থেকে যে উত্তম স্বপ্ন দেখে থাকেন, তা নবুয়তের অংশবিশেষ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
رُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ

অর্থাৎ মুমিনের স্বপ্ন হলো নবুয়তের ছেচল্লিশ ভাগের একভাগ। (জামে আত-তিরমিজি: ২২৭০)

এ ক্ষেত্রে অনেকের মনের মাঝে প্রশ্ন জাগে, মুমিনের স্বপ্ন বা সত্য স্বপ্নকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কেন বলা হয়?

এ প্রশ্নের জবাবে আলেমগণ বলেন, নবিজি (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং তাঁর নবুয়তের সময়কাল ছিল ২৩ বছর। নবুয়ত লাভের পূর্বেই তিনি সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে ছয় মাস পর্যন্ত তিনি সত্য স্বপ্ন দেখেছিলেন। এরপর নবুয়ত লাভ করেন ও ওহি নাযিল হতে শুরু করে।

এই ২৩ বছরে ৪৬টি মাস আছে। তাই এ ছয় মাসকে এক ভাগ হিসাব করলে, মোট তেইশ বছরের ছেচল্লিশ ভাগের এক ভাগ হয়। এ জন্যই হাদিসে উল্লেখ আছে। নেককার মানুষের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগের সমান।’ আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি উত্তম স্বপ্ন দেখার তৌফিক দান করুন, আমিন!