• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

সাবধান! বৃষ্টিকে গালি দেবেন না, এতে মেলে যেসব সওয়াব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমত বৃষ্টি। এটি পৃথিবীর প্রাণশক্তি। প্রকৃতিকে ধুয়ে মুছে সাফ করে বিমোহিত রূপে হাজির করে।
আবার সময় মতো বৃষ্টি না হলে চারদিকে হাহাকার পড়ে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির আগমন তাই স্বস্তির।
পবিত্র কোরআনে বৃষ্টি সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘তোমরা যে পানি পান কর সে সম্পর্কে কখনো ভেবেছ? তোমরাই কি তা বৃষ্টিভরা মেঘ থেকে বর্ষণ কর, না আমি করি?’ (সূরা: আল ওয়াকিয়া, আয়াত: ৬৮-৬৯)

বৃষ্টির দিনে অনেক কিছু করা যায় না। আবার অনেক কিছু করা যায়। বৃষ্টিতে বের হলে কিংবা ঘরে বসে সহজে তিনটি কাজ করা যায়। যেগুলোর মাধ্যমে বিপুল সওয়াব মেলে।

(১) মানবিকতা ও সহমর্মিতা: বাদলা দিনে কর্দমাক্ত রাস্তায় পিছলে পড়া অস্বাভাবিক নয়। কাউকে পিছলে পড়তে দেখে আমাদের হাসি পায়। এ হাসি অমানবিক। এতে বিপদগ্রস্ত ব্যক্তি বিপন্ন বোধ করেন। বিপদগ্রস্তের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার কষ্ট লাঘব করুন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি তোমার কোনো মুসলিম ভাইকে বিপদগ্রস্ত দেখে-  আনন্দ প্রকাশ করো না। হতে পারে আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করবেন, আর তোমাকে বিপদে ফেলবেন।’ (তিরমিজি, হাদিস : ২৫০৬)

(২) সাদাকার উপযুক্ত সময়: বৃষ্টির দিনে দুর্ভোগ বাড়ে গরিবের। এ সময় বস্তিবাসী বা নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হলো, একজন মুসলিমের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া।’ (ইবনু আবিদ দুনইয়া, কাদাউল হাওয়ায়িজ, হাদিস: ৩৬)

(৩) ছাতা হোক সহযোগিতার উপলক্ষ: বর্ষায় ছাতা ছাড়া পথে নামলেই দুর্ভোগ। কদাচিৎ ছাতা নিতে ভুলে যায় অনেকে। এ সময় সুযোগ থাকলে আপনার ছাতায় অন্যদের নিয়ে নিন।  মানবসেবার এমন সহজ ও সুবর্ণ সুযোগ মিস করবেন না! রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি ভালো কাজ সাদাকা স্বরূপ।’ (বুখারি, হাদিস : ৬০২১)

সাবধান! বৃষ্টিকে গালি দেবেন না: অতিবৃষ্টিতে নাকাল হয়ে যায় অনেক মানুষের জীবন। রাগের মাথায় বৃষ্টিকে অভিসম্পাত করবেন না। বৃষ্টি যেন আপনার ক্ষতির কারণ না হয় সে জন্য রাসূলের (সা.) শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়ুন। দুর্যোগের নিজস্ব কর্মক্ষমতা নেই। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা দুর্যোগকে গালি দিওনা। কারণ, দুর্যোগ আল্লাহরই সিদ্ধান্তে হয়।’ (মুসলিম, হাদিস : ৫৮২৭)