• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

মানুষের প্রতি কোরআনের ৫ অধিকার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

মানুষের জন্য কোরআনের শিক্ষা সহজ করে দেওয়া হয়েছে। মানুষ কোরআনের সংস্পর্শে এসে উন্নত ও সুখময় জীবনের সন্ধান পায়। জীবন পরিচালনায় কোরআন শোনা, তেলাওয়াত করা, মুখস্ত করা, চিন্তা-গবেষণা করা এবং কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করা খুবই জরুরি। মানুষের প্রতি এগুলো কোরআনের অধিকারও বটে। মানুষের প্রতি কোরআনের এ অধিকারগুলো সুস্পষ্টভাবে আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এভাবে-

১. মনোযোগর সঙ্গে কোরআন শোনা

কোরআন পাঠ করা হলে তা মনোযোগের সঙ্গে শোনা। কোরআন তেলাওয়াত শোনার সময় অমনোযোগী না হওয়া। নিশ্চুপ থেকে কোরআন শোনা। আল্লাহ তাআলা বলেন-

وَ اِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَهٗ وَ اَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ

‘আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।’ (সুরা আরাফ: আয়াত ২০৪)

২. তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করা

কোরআন তেলাওয়াত করার সময় ধীরস্থিরভাবে তেলাওয়াত করা। তাড়াহুড়ো না করা। কোরআনে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করেন-

وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا

‘আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ কর।’ (সুরা মুযযাম্মিল: আয়াত ৪)

৩. গুরুত্বের সঙ্গে কোরআন মুখস্থ করা

যার মাঝে কোরআনের কোনো অংশ নেই অর্থাৎ যে কোরআন সম্পর্কে অজ্ঞ বা কোরআনের শুদ্ধ তেলাওয়াত শেখেনি, তাকে অনাবাদ পতিত ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। যে পতিত ভূমি বা বিরান ঘর কারও উপকারে আসে না বরং অন্যের বিপদ ও ক্ষতির কারণ হয়। হাদিসে পাকে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, সে ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো।’ (তিরমিজি)

৪. কোরআন নিয়ে গবেষণা করা

আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেসব বিষয় বর্ণনা করেছেন; তার সবেই মানুষের কল্যাণে নাজিল হয়েছে। আর এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করার দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ। জীবনঘনিষ্ঠ এসব বিষয় বোঝার জন্য কোরআনের অন্যতম হকও এটি। তাইতো মহান আল্লাহ বলেন-

> اَفَلَمۡ یَدَّبَّرُوا الۡقَوۡلَ اَمۡ جَآءَهُمۡ مَّا لَمۡ یَاۡتِ اٰبَآءَهُمُ الۡاَوَّلِیۡنَ

তবে কি তারা এই বাণী (কোরআন) অনুধাবন করে না? অথবা তাদের কাছে কি এমন কিছু এসেছে, যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?’ (সুরা মমিনুন : আয়াত ৬৮)

> اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَ لَوۡ کَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰهِ لَوَجَدُوۡا فِیۡهِ اخۡتِلَافًا کَثِیۡرًا

‘তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা-ভাবনা করে না? এ (কোরআন) যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে (অবতীর্ণ) হতো, তবে নিশ্চয়ই তারা তাতে অনেক পরস্পর-বিরোধী কথা পেত।’ (সুরা নিসা : আয়াত ৮২)

৫. কোরআনের অনুসরণ করা

কোরআনের অন্যতম প্রধান হক হলো- কোরআনের অনুসরণ করা। কোরআন অনযায়ী জীবন পরিচালনা করা। কোরআনকে জীবনবিধান হিসেবে মেনে নেওয়া। কোরআনের নির্দেশ অনুযায়ী দুনিয়ার প্রতিটি কাজ সম্পন্ন করার মাধ্যমে পরকালের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা। কোরআনের নির্দেশও এমনই। মহান আল্লাহ বলেন-

وَ هٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰهُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡهُ وَ اتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ

‘এ কিতাব (কোরআন) বরকতময়; যা আমি নাজিল করেছি। সুতরাং কোরআনের অনুসরণ কর এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে।’ (সুরা আনআম : আয়াত ১৫৫)

রমজান মাস সমাগত। এ মাসে কোরআন শোনা, তেলাওয়াত করা, মুখস্ত করা, গবেষণা করা এবং কোরআনর অনুসরণ ও অনুকরণ করা সহজ ও উপযুক্ত সময়। কোরআনের অধিকার বাস্তবায়নে এ মাসে সবার মনোযোগী হওয়া জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানকে কাজে লাগিয়ে কোরআনের অধিকারগুলো বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।