• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

যে ১০ বিষয়ে লেখা আছে কাবার দুয়ারে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হচ্ছে দোয়া কবুলের অন্যতম স্থান। এটিকে আল্লাহ নিজের ঘর হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সুরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বাইতুল্লাহ প্রসঙ্গে বলেন, ‘নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর, যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এই ঘর, যা বাক্কায় (মক্কা) অবস্থিত। সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।’

কাবার দরজায় আরবি ভাষায় ১০টি বিষয় লেখা রয়েছে। ক্যালিগ্রাফি করা কয়েকটি আয়াত অসাধারণভাবে কাবার দুয়ারে সংযুক্ত। কাবার দুয়ারে লেখা কোরআনের এ আয়াতগুলোর অর্থ, তাৎপর্য নিয়েই আলোচনা করবো আজ।

মধ্যপ্রাচ্যের উন্নত দেশ সৌদি আরবের মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবা একটি পবিত্র নির্মাণ। ইসলামে অপরিসীম তাৎপর্য বহন করে এ ঘর। কাবার গিলাফেও খোদাই করা আছে অনেক কোরআনের আয়াত।

১. কাবার দরজায় সুরা ফাতহ এর ২৭ নম্বর আয়াত
কাবা শরিফের দরজার উপরের ডানদিকে একেবারে কেন্দ্রে পবিত্র কোরআনের সুরা ফাতহের ২৭ নম্বর আয়াত। এ আয়াতে নবীজির স্বপ্নের পূর্ণতার ঘোষণা করা হয়েছে। রসুল সা. ওমরা পালনের স্বপ্ন দেখেছিলেন।

আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ তার রসুলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন, আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল-হারামে প্রবেশ করবে নিরাপদে, মাথা মুণ্ডন করে, চুল ছেঁটে, নিৰ্ভয়ে। অতঃপর তিনি (আল্লাহ) জেনেছেন যা তোমরা জাননি। সুতরাং এ ছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক সদ্য বিজয়। (সুরা আল ফাতহ ২৭)

এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, সুরার পরিচিতিতে বলা হয়েছে যে, হুদায়বিয়ার সফরের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, তিনি ওমরার উদ্দেশ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেছেন। এ স্বপ্নের পরেই তিনি সমস্ত সাহাবিকে উমরার জন্য রওয়ানা হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হুদায়বিয়ায় পৌঁছার পর যখন সন্ধি স্থাপিত হল। ওমরা আদায় ছাড়াই সকলকে ইহরাম খুলতে হল, তখন কারও কারও মনে খটকা লাগল যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তো ওহি হয়ে থাকে, কিন্তু এখন ওমরা আদায় ব্যতিরেকে ফিরে যাওয়ার সাথে সেই স্বপ্নের মিল কোথায়?

এ আয়াতে তার জবাব দেওয়া হয়েছে যে, সে স্বপ্ন নিঃসন্দেহে সত্য ছিল। কিন্তু তাতে মসজিদুল হারামে প্রবেশের কোন সময় নির্দিষ্ট করা হয়নি। এখনও সে স্বপ্ন সত্যই আছে। এ সফরে যদিও ওমরা পালন করা যায়নি, কিন্তু ইনশাআল্লাহু তাআলা সে স্বপ্ন পূরণ হবেই। সুতরাং পরবর্তী বছর তা পূরণ হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ নির্বিঘ্নে, নিরাপদে উমরা পালন করেছিলেন।

২. ডানদিকে একটি বৃত্তাকার প্যাটার্নে সুরা ইখলাস

কাবার দুয়ারে বৃত্তাকার প্যাটার্নে পবিত্র কোরআনের সুরা ইখলাসের আয়াতগুলি লিপিবদ্ধ করা আছে। এ সুরায় আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তা ঘোষণা করে। আল্লাহ বলেন, ১. বলুন (হে নবি),আল্লাহ এক ও অদ্বিতীয়। ২. আল্লাহ অমুখাপেক্ষী। ৩. তিনি কাউকে জন্ম দেননি,কেউ তাকে জন্ম দেননি। ৪. আর কেউই তার সমতুল্য নন।

৩. কাবার দুয়ারের বাম দিকের একটি বৃত্তাকার প্যাটার্নে সুরা ফাতহ এর ২৯ নম্বর আয়াত লেখা রয়েছে।
 এ আয়াতে নবী মুহাম্মদ সা. ও তার সঙ্গীদের শক্তি, সহানুভূতির উপর জোর দেয়। এ আয়াত রসুল সা.-এর কাফেরদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান স্পষ্ট করে আল্লাহ বলেন, ‘মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রসুল। তার সঙ্গে যারা আছে, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর। আপোসের মধ্যে একে অন্যের প্রতি দয়ার্দ্র। তুমি তাদেরকে দেখবে (কখনও) রুকুতে, (কখনও) সিজদায়, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি সন্ধানে রত। (সুরা ফাতহ ২৯)

৪.কাবার দুয়ারের ডানদিকের বৃত্তাকার চিত্রের নীচে সুরা নুরের আয়াত ৩৫
বাম দিকে বৃত্তাকার প্যাটার্নের উপরে লেখা সুরা নুরের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। (সুরা নুর ৩৫) ডানদিকে বৃত্তাকার প্যাটার্নের নিচে আরেকটি লেখা আছে। আল্লাহর একত্বের সত্যতা ঘোষণা করে। রসুল সা. এর বিশ্বস্ততার কথা বলে। রসুল সা. এর নবুয়াতের শ্রেষ্ঠত্বের স্বীকার করে।

৫. দুয়ারের উপরের অংশ বরাবর সুরা বাকারার ১৪৪ আয়াত
যখন কাবা থেকে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়া শুরু হয়। রসুল সা. আকাশের দিকে তাকাতেন। এ বিষয়ে আল্লাহ বলেন, (হে নবী!) আমি তোমার চেহারাকে বারবার আকাশের দিকে উঠতে দেখছি। সুতরাং যে কিবলাকে তুমি পছন্দ কর আমি শীঘ্রই সে দিকে তোমাকে ফিরিয়ে দেব।  (বাকারা ১৪৪)

এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসরিরগণ বলেন, কিতাবীগণ ভালো করেই জানে কিবলা পরিবর্তনের যে হুকুম দেওয়া হয়েছে তা বিলকুল সত্য। তার এক কারণ তো এই যে, তারা হযরত ইবরাহীম আলাইহিস সালামকে মানত এবং তিনিই যে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা মুকাররমায় পবিত্র কাবা নির্মাণ করেছিলেন এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত ছিল; বরং কোনও কোনও ঐতিহাসিক লিখেছেন (হযরত ইসহাক আলাইহিস সালামসহ) হযরত ইবরাহীম আলাইহিস সালামের সকল সন্তানের কিবলাই ছিল পবিত্র কাবা।

৬. দুয়ারের উপরের অংশ বরাবর কোরআনের সুরা আলে ইমরানের ১৩৩ আয়াত
সুরা আলে ইমরানের ১৩৩ আয়াতে আল্লাহ বলেন,নিজ প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডল ও পৃথিবী তুল্য। তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। (সুরা আলে ইমরান ১৩৩)

৭. কাবার পূর্ব দিকের সুরা বাকারার ২৫৫ আয়াত

এ আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এ আয়াতে আল্লাহর মহত্ত্বকে জানান দেয়। আল্লাহ বলেন, ‘আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে, তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।’ (সুরা বাকারা ২৫৫)

৮. সুরা ফাতিহা লেখা

কাবার ‍দুয়ারে কোরআনের সর্বপ্রথম সুরা ফাতিহার লিপিবদ্ধ করা রয়েছে। সুরাটিতে আল্লাহর প্রশংসা করা হয়, তার করুণা স্বীকার করা হয়। সরল পথের নির্দেশনা চাওয়া হয়। আল্লাহ বলেন, ১. সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। ২. তিনি দয়াময়, অতীব দয়ালু। ৩. প্রতিফল দিবসের মালিক। ৪. আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি। ৫. আমাদের সরল পথনির্দেশ দান করুন। ৬. তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন। ৭. তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট। (সুরা ফাতিহা)

৯. কাবার গিলাফের নীচের দিকে বৃত্তাকার প্যাটার্নের নিচে সুরা কুরাইশ

কাবার দুয়ারে নীচের দিকে কোরআনের ১০৬ নম্বর সুরা, সুরা কুরাইশ লেখা রয়েছে। আল্লাহ বলেন, ১. যেহেতু কুরাইশরা অভ্যস্ত। ২. অভ্যস্ত শীত ও গ্রীষ্মের সফরে। ৩. এই ঘরের রবের ইবাদাত তাদের করা উচিত। ৪. যিনি তাদের ক্ষুধামুক্তি দিয়েছেন এবং নিরাপদ রেখেছেন।

১০. কাবার দরজার নিচের দিকে এ দরজার পর্দা গিলাফ বা সিতারাহ কোথায় কিভাবে তৈরি হয়েছে এ বিষয়ে তথ্য দেয়া আছে
বায়তুল্লাহর এ দরজার পর্দাটিকে সিতারাহ বলে। এটি সৌদি আরবের মক্কা শহরেই নির্মাণ করা হয়েছে। বায়তুল্লাহর দুয়ারে এটি হাদিয়া হিসেবে দিয়েছেন হারামাইন শরিফাইনের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ উপহারের উসিলা করে তাকে যেনও আল্লাহ কবুল করেন সে দোয়াও করা হয় দুয়ারের পর্দার একদম নিচের দিকে।