• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বায়ুদূষণ কমাতে পারে এমন গাড়ি আনছে চীন

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

বায়ুদূষণ প্রতিরোধে সক্ষম একটি গাড়ি চীনের গুডউড ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) এ খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে। জানা গেছে, গাড়িটির নকশা করেছেন ব্রিটিশ ডিজাইনার থমাস হিদারউইক। ২০২৩ সালের মধ্যেই গাড়িটি বাজারে আনা হবে বলেও আশা করা হচ্ছে। তবে গাড়িটির ব্যাপারে সমালোচনা করতে ছাড়েননি সমালোচকরা। গাড়িটি বায়ুদূষণ রোধে সক্ষম এ কথা তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থমাস হিদারউইক আরও কয়েকটি স্থাপত্য প্রকল্পে কাজ করেছেন। বিশেষ করে লন্ডনের নতুন ভার্সনের বাসের ডিজাইন তারই করা। তবে তিনি এই প্রথম গাড়ির ডিজাইন করেছেন বলে জানান। থমাস যা বললেন বায়ুদূষণ রোধে সক্ষম গাড়িটির ডিজাইনার থমাস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি ডিজাইনার হিসেবে তৈরি হচ্ছি তখন গাড়ির ব্যাপারে মানুষের চিন্তাভাবনা তেমন ছিল না। তখন মানুষ ফোর্ড সিয়েরা কিংবা ফিয়াট পান্ডা গাড়ি ব্যবহার করতেন।’ থমাস আরও বলেন, ‘আমরা যখন চীনে প্রথমবারের মতো আইএম মটরসের প্রস্তাব দিয়েছি তখন তারা আমাদের বায়ুদূষণ রোধে সক্ষম একটি গাড়ি নির্মাণ করতে বলেছিল। কিন্তু তখন আমি বলেছিলাম, আমি তো এই ব্যাপারে অদক্ষ। তারা বলেছিল, সেই কারণে তুমি এমন গাড়ি তৈরি করবে।’ প্রথম যেদিন প্রদর্শিত হয়েছে চলতি বছরের এপ্রিলে চীনের সাংহাইয়ে এক প্রদর্শনীতে গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। গাড়িটির ভেতরটি প্রশস্ত। যা একটি ঘরের মতো। সেখানে ‘অ্যাডজাস্টেবল চেয়ার’ রয়েছে। থমাস বলেন, ‘আমাকে প্রথমে ইলেক্ট্রিক গাড়ি তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু এটি তৈরি করলে গাড়িটি অন্যরকম দেখাতো।’ গাড়ির ভেতরে ঘর? বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির ভেতরে ঘরের মতো জায়গা রয়েছে। যা এর মালিককে বেশ আরাম দেবে। ‘চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই নিরাপদ দূরত্ব মেনে চলছে। বাসা ও অফিসে আমরা অনেকেই এটি মেনে চলছি। আমি মনে করছি, করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য সহায়তা করবে এই গাড়ি।’ থমাস বিবিসিকে বলেন, গাড়ির ক্রেতাকে বেশি খরচ করতে হবে না। এর দাম ৪০ হাজার পাউন্ড।