• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

পৃথিবীর পাশ দিয়ে যাবে স্ট্যাচু অব লিবার্টির চেয়ে বড় গ্রহাণু!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

পৃথিবীর আশপাশে ঘুরতে থাকা গ্রহাণুগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে থাকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই মহাকাশের পাথরটি স্ট্যাচু অব লিবার্টির আকারের তিনগুণ বড়। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে '২০২১ এনওয়াইওয়ান'।

নাসার বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীকে আঘাত করবে না। কিন্তু এটিকে এখনো পৃথিবীর নিকটবর্তী একটি গ্রহাণু বিবেচনা করা হচ্ছে। সূর্য থেকে ১৯ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে। এই গ্রহাণু পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে থেকেই পৃথিবী অতিক্রম করার কথা রয়েছে। পৃথিবী আর চাঁদের দূরত্বের চারগুণ দূরে থেকে এই গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে।

এই গ্রহাণুকে পৃথিবী বা পৃথিবীর প্রাণীদের জন্য কোনো হুমকি হিসেবে দেখছেন না নাসার বিজ্ঞানীরা। নাসার একটি প্রতিনিধিদল প্রতিনিয়ত এই গ্রহাণু পর্যবেক্ষণ করছেন, ভবিষ্যতে এই গ্রহাণু গতিপথ বা কক্ষপথ পরিবর্তন করে কিনা, সে বিষয়ে সতর্ক থাকছেন।
 
পৃথিবীর পাশ দিয়ে যাবে কিনা বা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে কি না, সে বিষয়টি তদরকি করছে নাসার প্রতিনিধিদল। এই গ্রহাণু পর্যবেক্ষণ করে দেখা যায়, গ্রহাণুটি সৌরজগতের শুরুর দিকের বিভিন্ন তথ্য ধারণ করতে পারে।

এ ধরনের পাথুরে গ্রহাণুগুলো সৌরজগত সৃষ্টির সময় সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রহাণু '২০২১ এনওয়াই ওয়ান' একটি বিশাল পাথর, যেটির আকার হতে পারে ১৩০ থেকে ৩০০ মিটার। যেটি স্ট্যাচু অব লিবার্টির আকারের তিনগুণ বড়। মহাকাশে এই গ্রহাণুর গতিবেগ ঘণ্টায় ৩৩ হাজার কিলোমিটার। শব্দের গতিবেগের তুলনায় ২৭ গুণ বেশি দ্রুতগতিতে ধেয়ে আসছে এ গ্রহাণু।
 
গতিবেগ আর অবস্থান যতই পর্যবেক্ষণ করা হোক, নিশ্চিত হয়ে কেউ বলতে পারে না এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যেতে যেতে পৃথিবীর বায়ুমণ্ডলে বিধ্বস্ত হবে কিনা, বা পৃথিবীর ভূপৃষ্ঠে আঘাত করবে কিনা। এই গ্রহাণু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীর পাশ দিয়ে।
 
এদিকে নাসার বিজ্ঞানীরা আরেকটি গ্রহাণুর কথা বলছেন। অ্যাপোফিস নামের এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে কিন্তু অন্তত শত বছর পৃথিবীকে আঘাত করবে না। ২০২৯ সালের ১৩ এপ্রিল শুক্রবার অ্যাপোফিস পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।
 
৩৪০ মিটার আকারের এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মাত্র ৩১ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে। এই দূরত্ব অনেক স্যাটেলাইটের দূরত্বের চেয়েও কম। অ্যাপোফিসের বিশাল আকারের জন্য এই গ্রহাণু খালি দেখবেন পৃথিবীর ২০০ কোটি মানুষ।