• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী

ইউএফও নিয়ে নাসা’র প্রতিবেদন, খোলসা হলো অনেক কিছুই

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

আকাশে ভিনগ্রহের প্রাণীদের চালানো নভোযান বা ইউএফও উড়ে বেড়ানোর বিষয়ে গুজব ও জল্পনা কল্পনা চলছে। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ ইউএফওর ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তবে বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি করা নয়, আবার প্রাকৃতিকও নয়। মহাজাগতিক উৎস থেকে ইউএফও আসছে, এমন ধারণার এখন পর্যন্ত কোনো ভিত্তি নেই। তবে এই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না।

সংস্থাটি বলছে, ভবিষ্যতে এসংক্রান্ত অনুসন্ধানের জন্য তারা একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে চায়। এ ছাড়া তাদের লক্ষ্য বিজ্ঞানকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরির পরিস্থিতি থেকে বের হতে চান তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে ইউএফওসংক্রান্ত গবেষণায় কাজে লাগানো যায়, তা ওই প্রতিবেদনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়। ইউএফওর রহস্য উদঘাটনকে আকাশপথে যোগাযোগব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়।

এর আগে চলতি বছরের মে মাসে ১৬ জন গবেষকের একটি দল তাদের প্রাথমিক পর্যবেক্ষণের ফলাফলে জানান যে তাদের কাছে প্রত্যক্ষদর্শীর বয়ানসহ যতটুকু তথ্য রয়েছে, তা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। তাদের আরো বিস্তারিত ও স্বচ্ছ তথ্য-প্রমাণ প্রয়োজন।

গবেষকদলের সদস্য নাদিয়া ড্রেক বলেন, ‘ঘটনাগুলোকে এমন কিছু হিসেবে বর্ণনা করা হয়েছে যেগুলো কোনো অপারেটর বা সেন্সর দ্বারা সহজে বোধগম্য নয় কিংবা এগুলো এমন কিছু যা অদ্ভুত কিছু করছে।’

ইউএফও বা ভিনগ্রহী যানের অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখতে গত বছরের জুন মাসে গবেষণা শুরু করে নাসা। জ্যোতির্বিজ্ঞানী ডেভিড স্পারগেলের নেতৃত্বে ১৬ জন বিজ্ঞানী, পাইলট ও ডেটা বিশেষজ্ঞের সমন্বয়ে ২০২২ সালে নাসার ইউএফও গবেষণার একটি দল গঠিত হয়। এরপর চলতি বছরের ৩১ মে  ইউএফও নিয়ে প্রথমবার উন্মুক্ত সংলাপের আয়োজন করে নাসা।

সংলাপে জানা যায়, গত এক বছরে ৮০০ ঘটনা বিচার-বিশ্লেষণ করেছেন তারা। তবে এখনো এলিয়েন বা ভীনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। তবে ভিন্ন গ্রহবাসীদের থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর এ বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন উচ্চ-ক্ষমতাসম্পন্ন গবেষণা সরঞ্জাম।