• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডেরও পাকিস্তান সফর বাতিল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

প্রথম ওয়ানডে শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর স্থগিত করে দেশে চলে নিউজিল্যান্ড। তখন থেকেই ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কাটাই অবশেষে সত্যি হলো। পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড নারী ও পুরুষ দুই দলেরই। কোন দলই আপাতত পাকিস্তান যাচ্ছে না।

আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে দুইটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তাদের নারী দলের। দুই দলের সবগুলো ম্যাচই হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। 

ম্যাচের কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। কারণ হিসেবে দেখিয়েছিল নিরাপত্তা শঙ্কাকে। এই ঘটনার তিনদিনের মাথায় দেশটিতে সফর বাতিলের ঘোষণা দিলো ইংল্যান্ড।

সোমবার এক বিবৃতিতে ইসিবি লিখেছে, ‘মানসিক ও শারিরীকভাবে আমাদের খেলোয়াড়দের সুস্থ থাকা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। আর এই সময়টা বেঁচে থাকার জন্য আরো কঠিন। আমরা জানি যে এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে উদ্বেগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এখানে যাওয়া একটি দলের ওপর আরো চাপ যোগ করবে। যারা ইতোমধ্যে সীমাবদ্ধ কোভিড পরিবেশে দীর্ঘ সময় ধরে খেলছে।’

তবে আগামী বছর পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইসিবি, ‘ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২২ সালে পুরুষ দলের পাকিস্তানের সফরের ব্যাপারে ইসিবি প্রতিজ্ঞাবদ্ধ। চলতি বছরের শুরুতে আমরা পাকিস্তানের মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম। পুরুষ দলের সঙ্গে নারী দলকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।’

সফর বাতিলের পর ক্ষমা চেয়ে ইসিবি বলেছে, ‘এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে, এটা আমরা বুঝতে পারছি। তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা তাদের কাছে দুঃখিত।’