• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

চ্যাম্পিয়নরা ফিরছেন আজ, আয়োজনে যা থাকছে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

নেপালের বিপক্ষে সাফ ফাইনালে জিতেছে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেছেন বাংলাদেশের ফুটবলাররা। তাই সাফজয়ী সাবিনা-সানজিদা-কৃষ্ণাদের বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্ণাঢ্য অভ্যর্থনা শুরু হবে বিমানবন্দর থেকেই। থাকবে আরও নানা আয়োজন।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে সাবিনা খাতুনের দল। এরই মধ্যে তাদের বরণ করে নিতে যৌথভাবে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়।

দেশে আসার পর কীভাবে প্রবেশ করবেন এবং কীভাবে জয়োৎসব করবেন সাফজয়ী খেলোয়াড়রা, সেসব পরিকল্পনা জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন পুরো পরিকল্পনা।

সাধারণ সম্পাদক বলেন, ‘বর্ণাঢ্য অভ্যর্থনা পর্ব শেষে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শোভাযাত্রা করবে সাফজয়ী দল। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, ছাদখোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে রওনা হবে। ইতোমধ্যে সেই বাসের ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। বাসের মধ্যে আমরা সাউন্ড সিস্টেম রাখব। বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে চ্যাম্পিয়ন দলটিকে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে একটি রুট ঠিক করা হয়েছে।’

উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সচিব, বাফুফের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থাকবেন বিমানবন্দরে আর বাফুফে সভাপতি থাকবেন বাফুফে ভবনে। খেলোয়াড়রা ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হবেন। সেখানে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করা হবে তাদের। তারপর সংক্ষেপে হবে সংবাদ ব্রিফিং। বাফুফে ভবনে পৌঁছানোর পর হবে সংবাদ সম্মেলন।

ছাদখোলা বাসে থাকছে মিউজিকের ব্যবস্থা
সাফজয়ী দলের অন্যতম সদস্য সানজিদা আক্তার ফাইনালের আগে তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বলেছিলেন, ‌‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’ সানজিদারা আশা না করলেও বাফুফে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে। চ্যাম্পিয়ন স্টিকার-সমৃদ্ধ বাসটিতে থাকবে মিউজিকের ব্যবস্থা।

বিমানবন্দর থেকে বাফুফে
রুটের বর্ণনা দিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাবে। বিজয় সরণি হয়ে হাতের বাঁয়ে চলে যাবে বাস। আমরা এরপর তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছাবে বাফুফে ভবনে।’

গন্তব্যের শেষ বাফুফে ভবনে
বাফুফে ভবনে পৌঁছানোর পর দলকে বরণ করে নেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে শুরুতে মেয়েদের ফুলের তোড়া দিয়ে তিনি বরণ করে নেবেন। তারপর এখানে থাকবে রিফ্রেশমেন্ট, থাকবে ফটোসেশন।