• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাশরাফির সিলেট উড়ছেই

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

সিলেটে গিয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। পরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেওয়ার পর সোমবার তামিম ইকবালদের খুলনা টাইগার্সকেও উড়িয়ে দিয়েছে মাশরাফিরা। তৌহিদ হৃদয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমে যায় খুলনার ইনিংস। ফলে ৩১ রানের বড় জয়ে টেবিলের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখলো মাশরাফির দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৯৩ রানে খেলতে নেমে যথারীতি ব্যর্থ টপ অর্ডার। দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নির ২০ রানের মধ্যেই বিদায় নেন। এরপর শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৫৪ রানের জুটি গড়েন। ৩৩ রান করে শাই হোপ আউট হতেই জুটি ভাঙে। এরপর জয়েকে নিয়ে আজম খান আরও ২৯ রানের জুটি গড়েন। ২১ বলে ২০ রান করে জয় আউট হওয়ার পর কেউই বড় জুটি গড়তে পারেননি। আজম খান ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন।

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৭ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নিয়েছেন। ইমাদ ওয়াসিম নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও জাকির হাসান মিলে ১১৪ রানের জুটি গড়েন। টানা তিন হাফসেঞ্চুরি করে ইনজুরি পড়েছিলেন হৃদয়। ফিরে তিনটি ম্যাচে বড় রান করতে পারেনি। তবে চতুর্থ ম্যাচে খেলছেন ম্যাচ সেরা ইনিংস। ৪৯ বলে ৯ চারে হৃদয় ৭৪ রান করেন। হৃদয় আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফেরেন জাকিরও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এরপর রায়ান বার্লের ১১ বলে ২১ এবং থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ইনিংসে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

খুলনার বোলারদের মধ্যে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ও নাহিদ একটি করে উইকেট নেন।