• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি পর এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বিএনপি। মেয়াদোত্তীর্ণ কমিটি, সাংগঠনিক দুর্বলতা আর দলের মধ্যে চেইন অব কমান্ড ভেঙে পড়ায় অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দলটি।

এক সময় বিএনপি'র মূল শক্তি ছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহানগর কেন্দ্রীয় কমিটি। যোগ্য, মেধাবী ও চৌকস নেতার অভাবে এসব সংগঠন আজ প্রায় অকেজো। নেই কোনো সাংগঠনিক কার্যক্রম। নেই কোনো ছন্দ। 

দলীয় সূত্রে জানা যায়, যুবদল কার্যকারিতা হারিয়েছে অনেক আগেই। নেতৃত্ব কোন্দলে বিপর্যস্ত সংগঠনটি। দীর্ঘদিন আগেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় এখন কেউ কাউকে মানছেন না। সেচ্ছাসেবক দলের অবস্থাও একই।  

এদিকে, দীর্ঘ ২৭ বছর পর ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতা নির্বাচিত করা হলেও এখন পর্যন্ত সেই কমিটি দৃশ্যমান কিছুই করে দেখাতে পারেনি। জানা গেছে, সিন্ডিকেট মুক্ত করার জন্য এ নির্বাচন করা হলেও এখনো সিন্ডিকেটেই আবদ্ধ ছাত্রদল।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটিতে ব্যর্থতার অভিযোগ এনে সাদেক হোসেন খোকাকে সরিয়ে মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান সোহেলকে দায়িত্ব দেয়া হয়। তারাও কার্যকর কিছুই করে দেখাতে পারেননি। এরপর ঢাকাকে দুই ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হলেও বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে সংগঠনটি।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা ও কার্যত সাংগঠনিক কাজ না থাকায় হতাশ হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটিতেও অনেক পদ ফাঁকা। ফলে দীর্ঘদিন ধরে নেতা সংকটে থেকে অঙ্গসংগঠনগুলো অকেজো হয়ে পড়তে শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি'র এক সময়ের প্রভাবশালী এক নেতা বলেন, বিএনপিতে এখন নতুন বলে কিছু নেই। এখন পর্যন্ত দলই গোছাতে পারেনি কেউ। কেননা দলের কার্যক্রম শুধুমাত্র জিয়া পরিবার ও তাদের নেতৃত্ব নিয়েই ব্যস্ত। জনগণের দিকে তাকানোর সময় কই তাদের?

তিনি আরো বলেন, জনগণের সমস্যা নিয়ে কাজ করলে অবশ্যই জনগণ পাশে দাঁড়াতো। যেমন- কোটা আন্দোলন, ছাত্র আন্দোলন ইত্যাদি। কিন্তু আমরা সেসব আন্দোলনকে কাজে লাগাতে পারিনি। শুধুমাত্র দলের কয়েকজন দালাল ও পা-চাটা নেতাকর্মীদের কারণে। তারা সব সময় দলের দৃষ্টিভঙ্গি জিয়া পরিবারকেন্দ্রিক করে রাখতে চায়।    

এ বিষয়ে বিএনপিপন্থী কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী বলেন, বিএনপিতে বর্তমানে দক্ষ, মেধাবী ও চৌকস নেতার বড়ই অভাব। এ দলে এখনো বুড়ো, বয়স্ক, অসুস্থ ও অকেজো নেতা দিয়ে ভরা। তারা এক ঘণ্টা কোথাও দাঁড়িয়ে কোনো কর্মসূচি পালন করতে পারেন না। এছাড়াও তাদের নেতৃত্বে কোনো ক্যারিশম্যাটিক কিছু নেই। যার ফলে কোনো কর্মসূচিতেই তারা সফল নন। 

তাদের দাবি, বিএনপিতে মধ্যম সারির নেতাদের এগিয়ে আনতে হবে। যারা ত্যাগী ও মেধাবী তাদের হাতে দলের দায়িত্ব তুলে দিতে হবে। তা না হলে এ দল দিন দিন হারিয়ে যাবে।