• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

আজ জিতলেই নকআউটে রিয়াল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

বি’ গ্রুপে চ্যাম্পিয়নস লিগে শুরুটা বিবর্ণ ছিল রিয়াল মাদ্রিদের। একটা সময় তাদের নিয়ে শঙ্কা তৈরি হলেও সেই রিয়ালই এখন নকআউটের দ্বারপ্রান্তে। আজ মঙ্গলবার শাখতার দোনেৎস্ককে হারালেই তারা চলে যাবে শেষ ষোলোয়। রাত ১১টা ৫৫ মিনিটে ম্যাচটি দেখাবে সনি টেন-২।

তবে ম্যাচটা যে রিয়ালের জন্য সহজ হবে না, তার কারণ তাদের সাম্প্রতিক ফর্ম। লা লিগায় সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছে তারা। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও ঘরের মাঠে তারা শাখতারের কাছে হেরেছে ৩-২ গোলে। ম্যাচটা তাই প্রতিশোধের মঞ্চ। তবে রিয়ালের জন্য দুর্ভাগ্যের বিষয়টি হলো চোট কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। আজ তারা পাচ্ছে না এদেন হ্যাজার্ডকে। ঘরের মাঠে আলাভাসের কাছে হারের দিন পেশীতে চোট পেয়েছিলেন এই বেলজিয়ান। তবে স্বস্তির বিষয় হলো চোট সারিয়ে ফিরেছেন প্রাণভোমরা করিম বেনজিমা।

‘ডি’ গ্রুপ থেকে রাতে নামছে লিভারপুলও। সর্বশেষ ম্যাচে আতালান্তার কাছে হেরে যাওয়াতে নক আউট নিশ্চিত করতে পারেনি তারা। তবে সুযোগ থাকছে আজ। আয়াক্সের বিপক্ষে হার এড়ালেই নিশ্চিত হবে নক আউট। আর তারা যদি জিতে যায় এবং আতালান্তা মিডজিল্যান্ডকে হারাতে না পারে, তাহলে গ্রুপ জয়ী হয়ে যাবে লিভারপুল। মঙ্গলবার দিবাগত রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

এদিকে রাতে বাড়তি চাপ নিয়ে মাঠে নামছে আতলেতিকো মাদ্রিদ। তারা বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রাত ২টায়। যারা এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। বায়ার্নের অপ্রতিরোধ্য ছুটে চলার বিপরীতে স্প্যানিশ ক্লাবটির অবস্থা মোটেও বলার মতো নয়। প্রথম লেগে তারা বায়ার্নের কাছে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৫। আজ বায়ার্নকে হারাতে না পারলে তাদের শেষ ষোলোয় খেলা অনিশ্চয়তার মাঝে পড়ে যাবে। রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন-১।

শেষ ষোলো নিশ্চিত করা ম্যানচেস্টার সিটিও মাঠে নামছে আজ। রাত ২টায় তারা মুখোমুখি হবে পোর্তোর। আজ ড্র করলে সিটির ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যাবে। ম্যাচটি দেখাবে সনি সিক্স।