• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান

উল্টো করেই বিশ্বকে দেখছেন ৪৪ বছর!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩ মে ২০২১  

ব্রাজিলের পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের বাসিন্দা ক্লাউডিওর। জন্ম থেকেই স্বাভাবিক মানুষের মতো নন তিনি। মাথা থাকলেও সেটা জন্মগত এক ত্রুটির কারণে উল্টো হয়। এভাবেই চলছে ৪৪ বছর ধরে বেঁচে থাকার সংগ্রাম।

ক্লাউডিও ভেইরা ডি অলিভেইরা আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটাল ব্যাধিতে ভুগছেন। ফলে তার পায়ের পেশীতে পুষ্টির অভাব দেখা দেয়। হাত দু’টি বুকের এবং মাথা উল্টোভাবে পিঠের সঙ্গে লেগে রয়েছে। এমন অস্বাভাবিক শিশুর বেঁচে থাকার আশা চিকিৎসকের সঙ্গে পরিবারও। চিকিৎকরা জানিয়েছিলেন যে ২৪ ঘণ্টার বেশি বেঁচে থাকার আশা নেই। উত্তর-পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লাউডিও ভেইরা ডি অলিভেইরা জন্মগ্রহণ করেছিলেন আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক একটি বিরল রোগ নিয়ে।

 

জন্ম থেকেই ক্লাউডিও এই রোগে আক্রান্ত

জন্ম থেকেই ক্লাউডিও এই রোগে আক্রান্ত

তবে সবাইকে অবাক করে দিয়ে ক্লাউডিওর বেঁচে যান। অন্য শিশুদের মতোই বড় হতে থাকেন তিনি। জগৎকে তিনি উল্টোভাবে দেখেন। জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন ঠিকই, কিন্তু জীবনের প্রতি পদে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন তিনি। এত প্রতিকূলতার মাঝেও দমে যাননি ক্লাউডিও। আর দশটা মানুষের মতো শিশুকাল থেকেই মায়ের কাছে লেখাপড়া শিখেছেন। নিজের পছন্দ মতো সব কাজ করেন তিনি।

নিজের এই অবস্থাকে অন্যের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান ক্লাউডিও। এজন্য তিনি একটি ডিভিডি তৈরি করেছেন। পাশাপাশি নিজের আত্মজীবনীও লিখেছেন। এখানেই শেষ নয়, ২০০০ সাল থেকে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখেন। 

 

নিজের আত্মজীবনীও লিখেছেন ক্লাউডিও

নিজের আত্মজীবনীও লিখেছেন ক্লাউডিও

ক্লাউডিওর নিঃশ্বাস নিতে, দেখতে, খেতে এবং জলপান করতে কোনো সমস্যা হয় না। পাশাপাশি তিনি প্রেরণামূলক বার্তা দিয়ে নানা ভিডিও করেন। তিনি কখনো তার জীবনে কোনো অসুবিধা আছে এটা মনে করেননি। তিনি নিজের জীবন আর ৫টা সাধারণ জীবনের মতোই মনে করেছেন। 

মহামারিতে থেকে নেই ক্লাউডিওর কাজ, এখন অন্যদের সতর্ক করতে বানাচ্ছে ভিডিও বার্তা। নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি নানান সতর্কবার্তাও দিচ্ছেন। ক্লাউডিও নিজের জীবনকে উপভোগ করেন। তার কাছে বেঁচে থাকাটাও এক প্রকার আনন্দ। সেখানে আপনি নিজে কতখানি অর্জন করলেন এবং মানুষের জন্য করে গেলেন সেটার হিসেব কষাও প্রয়োজন।