• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

এবার দেশি বীজেই হবে তরমুজের চাষ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

উপকূলীয় জেলা পটুয়াখালী তরমুজের জন্য বিখ্যাত। দেশে এখনো তরমুজের জাতের বীজ উৎপাদনের যথাযথ প্রযুক্তি না থাকায় চীন, জাপান, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া থেকে বীজ আমদানি করা হয়। এ বীজ আমদানি করতে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় হয়। তবে বাংলাদেশে প্রথমবারের মতো তরমুজের জাত বীজ উৎপাদনে সফল হয়েছে পটুয়াখালী আঞ্চলিক কৃষি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ২০১৮ সালে জেলায় ২১ হাজার ৬৮২ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়। এতে ১০ লাখ ৮৪ হাজার ১০০ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়।

আঞ্চলিক কৃষি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের তথ্যমতে, ৫০ শতাংশ জমিতে ১০০ গ্রাম বীজ প্রয়োজন হয়। জেলায় ৬ হাজার থেকে ৭ হাজার কেজি বীজ প্রয়োজন হয়। যা বিদেশ থেকে আমদানি করতে কোটি কোটি টাকা ব্যয় হয়। যার ফলে বাংলাদেশের রেমিট্যান্স বিদেশে পাঠাতে হচ্ছে।

২০১৬-১৭ সালে বাংলাদেশে ২৯ হাজার ৩৩৮ একর জমিতে ২ লাখ ৫৩ হাজার ৬৬১ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়। একই সময়ে বরিশাল বিভাগে ১২ হাজার ৪৮৭ একর জমিতে ৬২ হাজার ৩৭৮ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়।

রাঙ্গাবালী চরকাজল এলাকার কৃষক আনিচ মৃধা, রফিক মিয়া জানান, অনেক গ্রাম বা শহরে টাকা দিলেও ভালো হাইব্রিড জাতের বীজ পাওয়া যায় না। ফলে হাইব্রিড বীজ বপন করে সঠিক ফসল পাচ্ছেন না তারা। অন্যতম কারণ ডিলারদের বীজ কারসাজি। যারা কৃষি কাজ করেন, তাদের পক্ষে ভেজাল বীজ নির্ণয় কর সম্ভব নয়।

গলাচিপার কৃষক মো. রফিক মিয়া  জানান, তরমুজ মৌসুমে ৮ থেকে ১৫ টাকা দরে তারা বিক্রি করতে পারেন। মৌসুম ছাড়া ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করতে পারে। নভেম্বর থেকে মার্চ মাস তরমুজের আবাদ হয় না। তবে এসময় তরমুজ আবাদ হলে বিদেশি ফল আমদানি কমবে। ফলে আমদানি ব্যয়ও কমে আসবে।

পটুয়াখালী আঞ্চলিক কৃষি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী মো. রেজাউল করিম  বলেন, ‘দেশে তরমুজের বীজ উৎপাদন না হওয়ায় একটি সিন্ডিকেট বেশি মুনাফা নেয়। ফলে কৃষককে বেশি দামে বীজ কিনতে হয়। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। ২০১৬ সাল থেকে আঞ্চলিক গবেষণা কেন্দ্রে তরমুজের জাত অবমুক্ত করার কাজ করছি। ইতোমধ্যে প্রথমবারের মতো বীজ উৎপাদনে সফল হয়েছি। চারটি জাতের মধ্যে হলুদ ও লাল জাতের বীজ উদ্ভাবন করা হয়েছে।’