• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

এবার পেছাচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ জুন ২০২১  

এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৯টি সাধারণ ও ১১ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষা ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। তবে কবে এই ভর্তি পরীক্ষা শুরু হবে এ নিয়েও বলা যাচ্ছে না। 

তবে ভর্তি পরীক্ষা না পিছিয়ে উপায় নেই বলছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের উপর নির্ভর করছে সবকিছু। এখন যদি ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ থাকে, তাহলে প্রাথমিক আবেদন করতে ২৬ জুন পর্যন্ত চলে যাবে। তারপর আবার চূড়ান্ত আবেদন। এসব করতে সময় লাগবে। এই অবস্থায় পরীক্ষার তারিখও ঘোষণা করা যাচ্ছে না। আগামী শুক্রবার সভা করে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেয়া হবে। 

গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

আগের তারিখ অনুযায়ী, ২০ বিশ্ববিদ্যালয়ে ৩ জুন বিজ্ঞান, ১৯ জুন মানবিক ও ২৬ জুন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে। 

সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ২০ বিশ্ববিদ্যালয়    
১. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)    
২. খুলনা বিশ্ববিদ্যালয়    
৩. বরিশাল বিশ্ববিদ্যালয়    
৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়    
৫. কুমিল্লা বিশ্ববিদ্যালয়    
৬. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়    
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়    
৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়    
৯. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়    ০৬ কৃষি বিশ্ববিদ্যালয়
১০.শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১১.পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১২. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১৩.মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১৪.নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১৫.যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    
১৬.পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি 
২০. বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বর্তমানে দেশে ৪৯টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয় না। বাকি ৩৯টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা করা হয়। এগুলোতে ৬০ হাজারের কিছু বেশি আসন আছে।