• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

করোনাকালে ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৩২ কোটি টাকা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

করোনা মহামারির মধ্যেও গত ৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। ২০২০-২১ অর্থবছরের জুন থেকে অক্টোবর এই ৫ মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৩২ কোটি টাকা। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসই সংশ্লিষ্টরা বলছেন, মে মাসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের একাধিক সাহসী পদক্ষেপে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরায় বাজারে ইতিবাচক ধারা ফিরছে। বাজারে লেনদেন বৃদ্ধি পাওয়ায় সরকার কর বেশি পাচ্ছে বলে মনে করেন তারা।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন এবং উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিকি থেকে সরকার রাজস্ব পেয়ে থাকে।

সেই হিসাবে গত ২০১৯-২০ অর্থবছরের (জুন-অক্টোবর) ৫ মাসে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৩৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৭৬৩ কোটি এবং উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে ২৬ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৯১ টাকা অর্থাৎ দুটি মিলিয়ে সরকার ডিএসই থেকে ৬৫ কোটি ৭৮ লাখ ৫৮২ টাকা রাজস্ব পেয়েছে।

২০২০-২১ অর্থবছরের একই সময় (জুন-অক্টোবর) ৫ মাসে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৬৮ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৭৯৮ কোটি এবং উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে ২৮ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ১৪৩ টাকা অর্থাৎ দুটি মিলিয়ে সরকার ডিএসই থেকে ৯৭ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৯৪১ টাকা রাজস্ব পেয়েছে।

এই হিসাবে ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ২০২০-২১ অর্থবছরের পাঁচ মাসেই ডিএসইর রাজস্ব বেড়েছে ৩১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকা। যা বাজারের জন্য ইতিবাচক।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন কমিশন সতর্কতার সঙ্গে নানামুখী পদক্ষেপ নেওয়ায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরায় সরকারেরও এ খাত থেকে রাজস্ব আদায় বেড়েছে।

এ ব্যাপারে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নতুন কমিশন দিয়েছেন। এই কমিশন সাহসিকতার সঙ্গে নানা পদক্ষেপ নেওয়ায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এতে করে বাজারে বিনিয়োগকারীরা আসছেন। ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়াচ্ছে। লেনদেন বেড়ে যাওয়ায় এ খাত থেকে সরকারের রাজস্বও বেড়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশে ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। অথচ আমাদের দেশে ট্রেডারের সংখ্যা বেশি। তাই বাজারে আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করা হলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ডিএসইর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এতে করে সরকারের রাজস্ব কয়েক গুণ বাড়বে। তবে এ ক্ষেত্রে বিএসইসির শক্ত অবস্থান ধরে রাখতে হবে বলেও উল্লেখ করেন ডিএসই পরিচালক রকিবুর রহমান।