• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

খালেদা-তারেকের পর এবার জিয়াউর রহমানের জন্মদিন নিয়ে বিভ্রান্তি

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তির পর এবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি জনসম্মুখে এসেছে। উইকিপিডিয়ার তথ্য মতে জিয়াউর রহমানের জন্মতারিখ ১৯ জানুয়ারি হলেও বিএনপির সিনিয়র নেতারা বলছেন, তার জন্মতারিখ ১২ই ডিসেম্বর ছিলো।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সকলে মোটামুটি বাধ্য হয়ে ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছি। কিন্তু আমাদের বিভিন্ন নথিতে জিয়াউর রহমানের জন্মতারিখ ১২ই ডিসেম্বর ১৯৩৬ রয়েছে। অথচ উইকিপিডিয়াতে ১৯ জানুয়ারি,১৯৩৬ দেয়া। এটি দুঃখজনক।

এর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্ম সাল ও স্থান নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিলো। বিএনপির দলীয় ওয়েব সাইট ‘বিএনপি বাংলাদেশ ডটকম’- এ তারেক রহমানের জন্ম সাল ১৯৬৫ দেয়া হলেও উইকিপিডিয়া ডটকম- এ তারেকের পরিচিতিতে তার জন্ম সাল ১৯৬৭ উল্লেখ করা আছে।

জানা যায়, শুধু জন্ম তারিখ নয়, তারেক রহমানের জন্মস্থান নিয়েও বিতর্ক যোগ হয়েছে। দলের বহু নেতাকর্মীরা তার জন্মস্থান বগুড়া বললেও অনেকেই আবার বলেন তারেক রহমানের জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। তবে তারেক রহমান উইকিপিডিয়া ডটকম- এ তার জন্মস্থান করাচি, পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) দেয়া হলেও বিএনপির দলীয় ওয়েবসাইট ‘বিএনপি বাংলাদেশ ডটকম’- এ তারেক রহমানের জন্মস্থান বগুড়ার কথা উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছে, আমরা তারেক রহমানের জন্মদিন পালন করেছি। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন পালন করলাম। বিগত কয়েক বছর থেকে ১৫ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন বন্ধ রেখেছি। এর বাইরে কোথায় কি আছে সেটা নিয়ে ঘাটাঘাটি করি না। এছাড়া আমরা যেটা জানি সেটাই করি। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।