• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জমে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাউফলের ‘কালাইয়া ধান হাট’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জমে  উঠেছে দক্ষিণাঞ্চলের  অন্যতম বৃহত্তম পটুয়াখালীর জেলার  বাউফল উপজেলার ‘কালাইয়া ধান হাট’ । 
সোমবার (১৪ জানুয়ারি) সরেজমিন ঘুরে দেখায় যায়, কৃষকের কষ্টে অর্জিত ফসল ধান সেই ধান বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে ধান হাট। সারা দেশ থেকে আগত বড় বড় ধান ব্যবসায়ীদের পদচারনায় সগরম হয়ে উছে ধান বেচাকেনা। প্রন্তিক চাষীরা তাদের ধান বেচার জন্য হাটে এসেছেন এই হাটে। 
খোজ নিয়ে জানা যায়, ভোলা জেলার লালমহন, চরফ্যাসন ,তজিমুদ্দিন, চরকলমি, চর কুকরি-মুকরি, চরশিবা পটুয়াখালী জেলার দশমিনা , রাঙাবালী, গলাচিপা, চরকাজলসহ বিভিন্ন ধান চাষীরা ধান বিক্রি করতে এসেছেন এই হাটে। অন্যদিকে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে বড়-ছোট বিভিন্ন ধান ব্যবসায়ীরা এসেছেন ধান ক্রয় করতে । 
বিভিন্ন ধান বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই অঞ্চলের বড় ধান বেচাকেনার হাট এটি। ধানের মৌসুমে বেশ সগরম থাকে এই কালাইয়া ধান হাট। 
ধানের ধর সর্ম্পকে জানাতে চাইলে তারা বলেন, ধানের দাম কিছুটা গত কয়েক সপ্তাহ থেকে কিছুটা কম। এই সপ্তাহে আমন ধান মণ প্রতি বিক্র হচ্ছে ৯’শ থেকে ১হাজার৫০টাকা দামে অপরদিকে ইরি ধান মণ প্রতি  বিক্রি হচ্ছে ৭’শ থেকে ৭’শ৫০ টাকা দামে । 
স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত পাইকারদের সাথে কথা হলে তারা বলেন, বাউফল উপজেলার ‘কালাইয়া ধান হাট’ দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম ধান হাট । এখানে দুরদুরান্ত থেকে চাষীসহ ছোট –মাঝারী ধান ব্যবসায়ীরা ধান বিক্রি করতে আসে। তাদের থেকে তারা ধান ক্রয় করে ঢাকাসহ দেশের বড়-বড় চাউল ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করে। 
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার চরকলমি থেকে আসা ধান ব্যবসায়ী মো: জাহাঙ্গির বলেন,‘ আমরা আমাগো এলাকার চাষীদের থেকে সপ্তাহ ব্যাপী ধান ক্রয় করি, সেই ধান প্রতি সোমবার এই হাটে  বড় পাইকারদের কাছে বিক্রি । 
স্থানীয় খোকন কুন্ড নামের এক পাইকারের সাথে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ধানের দাম কিছুটা কম। কারন জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ চাউলের বাজার কিছুটা অস্থিতি হওয়ার কারনে ধানের দাম কিছুটা কম। 
কালাইয়া বন্দর হাট ইজারাদার এর সাথে কথা হলে তিনি বলেন, কালাইয়া ধান হাট এই অঞ্চলের অন্যতম বৃহত্তম ধান বেচাকেনার প্রসিদ্ধ স্থান। এই হাটে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকি যাতে তারা সুন্দর ভাবে বেচা-কিনা করতে পারে। এই  হাটে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার বেচা-কিনা হয়। আমরা তাদের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদয় করি না। 
তিনি আরো বলেন, এই হাটে কোন ব্যবসায়ীদের কোন চাঁদাবাজ ও কোন ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। স্থানীয় নৌঁ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের নিরাপত্তা দিয়ে থাকেন।