• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দল এবং দেশ থেকে দুর্নীতি সমুলে উৎপাটন করবেন প্রধানমন্ত্রী - মহিব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

পটুয়াখালী প্রতিনিধি।।
যারা দুর্নীতি করবেন, সালিস বানিজ্য করবেন নতুন গঠিত কমিটিতে তাদের কোন স্থান হবেনা। ত্যাগী পরীক্ষিত এবং তৃনমুলের ভোটে নির্বাচিতরা নতুন কমিটিতে পদ-পদবী পাবেন। আপনাদের মনে রাখতে হবে, দল এবং দেশ থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি সমুলে উৎপাটন করবেন।

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহর আওয়ামী লীগ'র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন, পটুয়াখালী -৪ আসনের সাংসদ মহিববুর রহমান মহিব। তিনি আরো বলেন, ২০২০ সালকে মুজিব বর্ষ হিসাবে ঘোষনা করা হয়েছে। জাতির পিতার লালিত স্বপ্ন পুরনে আমাদের একসাথে কাজ করতে হবে। পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে কলাপাড়া পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলের শনিবার বিকেলের প্রথম অধিবেশনে শহর আওয়ামী লীগ'র সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক
উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, আব্দুল মালেক আকন, উপজেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম,
অধ্যাপক মঞ্জুরুল আলম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশন শহর শাখার আওয়ামী লীগ’র পুরান কমিটি বিলুপ্তি ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক এস এম রাকিবুল আহসান। পরে ওয়ার্ড কাউন্সিলর ও ত্যাগী নেতা মতামতের ভিত্তিতে দায়িত্ব নিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি পৌর শহর শাখা আওয়ামী লীগ’র নতুন কমিটির ঘোষনা দেয় । পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে সভাপতি ও দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়।

সম্মেলন শুরুতে পৌর শহরে নেতা কর্মীরা শোভা যাত্রা শেষে দলীয় ও জাতীয় পতাক উত্তলন করেন। এসময় প্রধান আতিথি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি দু’টি পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সুচনা করে।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ (ভারপাপ্ত) শহিদুল ইসলাম । এ সময় উপজেলা আওয়ামী লীগ’র নেতা কর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।