• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুমকিতে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

পটুয়াখালীর দুমকিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলার জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুছুন্নাত আলীম মদরাসা, গনি শিকদার দাখিল মাদরাসা ও চরগরবদি আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে কৌশলে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমান পাওয়া গেছে। কোচিং ফি ও উন্নয়ন ফি বাবাদ অতিরিক্ত অদায়ের বিষয়টি এসব প্রতিষ্ঠানের প্রধানগনও স্বীকার করেছেন।

শিক্ষার্থীরা জানায়, এসএসসির ফরম পূরণে স্কুলের উন্নয়ন ও কোচিং ফি বাবদ তাদের কাছ থেকে অতিরিক্ত ১২'শ থেকে ১৫'শ টাকা আদায় করা হয়েছে। এছাড়া নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে বিভিন্ন হারে জামানত নেয়া হচ্ছে।

বশিরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের বলেন, বেতন ও অন্যান্য ফিসহ মোট ২৫'শ টাকার মত নিয়েছি।

জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ইউসুফ আলী জানান, তার বিদ্যালয় কোচিং ফি বাবদ শিক্ষার্থী প্রতি এক হাজার টাকা আদায় করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রায়হান আহমেদ জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দুমকিতে এসএসসির ফরম পূরণে অনিয়ম ঠেকাতে মনিটরিং সেল গঠন করেছে উপজেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারী নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করাসহ কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এ মনিটরিং কমিটি।

উপজেলার মোট ৫টি ইউনিয়ন লেবুখালী, শ্রীরামপুর, মুরাদিয়া, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া এলাকার বিদ্যালয়গুলোকে পর্যবেক্ষনের জন্য পৃথক পৃথক কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।