• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে পায়রা বন্দর: নৌ-পরিবহন সচিব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

পটুয়াখালী প্রতিনিধিঃ
পায়রা বন্দর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বন্দর, এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন করতে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে আগামী দুই বছরের মধ্যে পায়রা বন্দরের ফাংশোনাল কার্যক্রম শুরু করা যাবে।

শনিবার বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে দশ লাখ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় ২০ হাজার গাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব আবদুস সামাদ এসব কথা বলেন।

তিনি বলেন, এ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্থ তিন হাজার ৫’শ পরিবারকে আমরা এ টাইপ ও বি টাইপের ভবন তৈরি করে দিচ্ছি। ছয় স্থানে এসব পরিবারের জন্য ভবন তৈরি করার কাজ চলছে। আর একটি কাজ হচ্ছে রামনাবাদ চ্যানেলসহ সমুদ্রের অংশ যেখান থেকে জাহাজ আসবে, সে কাজটা আমরা বেলজিয়ামের একটা নামকরা কম্পানি জাংজিকোকে দিয়েছি। তারা স্টাডি করে দেখছে, আমরা এ কাজটাও সামনে বাস্তবায়ন করব। এছাড়া সামনে ট্রান্স শিপমেন্ট টার্মিনাল গুলোও নির্মান করা হবে।

সচিব আরো বলেন, কানেকটিং রোড শেখ হাসিনা সড়ক এবং আন্ধার মানিক নদীর উপর একটি ব্রীজ তৈরি করা হবে, যেটা আমাদের মেইন টার্মিনাল পর্যন্ত চলে যাবে। এসব কাজ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে আমদানী রপতানি এবং অন্যান্য নৌবানিজ্যসহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখবে পায়রা বন্দর।    

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতারন ও রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মতিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসসহ পায়রা বন্দরের কর্মকর্তারা। এর আগে প্রধান অতিথি পায়রা বন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রর আরপিসিএল প্রতিষ্ঠান পরিদর্শন করেন।