• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

দ্রুত গতীতে এগিয়ে চলছে লেবুখালীর পায়ড়া সেতুর কাজ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

বাকেরগঞ্জ প্রতিনিধি।। ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মাণাধীন পায়রা সেতু এখন দৃশ্যমান। শুরু থেকে এখন পর্যন্ত সেতুর কাজ সম্পন্ন হয়েছে অনেক। নদীর দুই তীরে দিনরাত ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছেন দেশি-বিদেশি প্রকৌশলী-শ্রমিক-কারিগররা। কাজের পরিবেশেও সন্তুষ্ট চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলী-কর্মকর্তারা। নির্মাণাধীন সেতু জাগিয়ে তুলেছে পুরো এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।

একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার বিরল সুযোগ সমুদ্রসৈকত কুয়াকাটায়। এ কারণে বিশ্বের অনেক পর্যটন স্পটের চেয়ে সাগরকন্যা-খ্যাত কুয়াকাটার আলাদা কদর রয়েছে পর্যটকদের কাছে। কিন্তু সড়কপথে কুয়াকাটা যেতে ঝক্কি-ঝামেলার কারণে মুখ ফিরিয়ে নিতেন অনেকে। আগে বরিশাল থেকে কুয়াকাটায় যেতে ৬টি পয়েন্টে পার হতে হতো ফেরি। কয়েক বছরে ৫টি পয়েন্টে ফেরি হওয়ায় দুর্ভোগ অনেকটা লাঘব হলেও পুরোপুরি কাটেনি।  বরিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদী পয়েন্টের ফেরি পার হতে যানবাহনগুলোকে এখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার। ব্রিজের কাজ সম্পন্ন হলে এই সড়ক চলাচলে মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. মিন্টু। গত বছরের জুলাই মাসে কুয়েত সরকারের আর্থিক সহায়তায় ১ হাজার ২২ কোটি টাকা ব্যয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ২৬তম কিলোমিটারে লেবুখালী পয়েন্টে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। দিনরাত কর্মমুখর পায়রা নদীর দুই তীর। সেতু নির্মাণকে কেন্দ্র করে এলাকায় খুশির জোয়ার বইছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকার মানুষের জীবন-মানের অনেক উন্নতি হয়েছে। বেড়ে গেছে জমির দাম। ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ এবং ১৯.৭৬ মিটার প্রস্থ পায়রা সেতু নির্মিত হচ্ছে পর্যটনের কথা বিবেচনায় রেখে তৃতীয় কর্ণফুলী সেতুর আদলে এক্সট্রা ডোজ ক্যাবল স্টেট পদ্ধতিতে। চারলেনবিশিষ্ট সেতু নির্মাণের কাজ করছে চীনের লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। পায়রা সেতু নির্মাণ প্রকল্পের ব্রিজ ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান জানান, দেশি-বিদেশি শ্রমিক-কারিগর এবং প্রকৌশলী-কর্মকর্তারা দিনরাত কাজ করছেন। সেতুর কাজের মান শতভাগ নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছেন তারা। এখানকার কর্মপরিবেশেও প্রকল্পে কর্মরত বিদেশিরা খুশি বলে তিনি জানান।