• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

পটুয়াখালীতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই লাখ মানুষ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২০ মে ২০২০  

আসন্ন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পটুয়াখালীতে ৭৫৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে আশ্রয়কেন্দ্রগুলোতে এসেছেন মোট ২ লাখ ৫ হাজার ৬৮৫ মানুষ। তারা সঙ্গে নিয়ে এসেছেন তাদের গবাদিপশুও।

আশ্রয় নেয়া এসব মানুষের অবস্থা জানতে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান মঙ্গলবার রাতেই বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসাররাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মৌকরন এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, মেম্বার আমাদের বাসায় গিয়ে বলছে বন্যা হবে তোমরা সাইক্লোন সেন্টারে যাও। আমরা ইফতার করেই সাইক্লোন সেন্টারে চলে এসেছি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ইফতার ও রাতের খাবারের খোঁজ-খবর নেন।

এ সময় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, আমরা এসেছি আপনারা কেমন আছেন এটি দেখার জন্য। এখানে আসার অর্থ এই নয় যে এখানেই শেষ, এটি রিপোর্ট করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনারা যেভাবে ভালো থাকেন সুস্থ থাকেন তার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খেয়াল রাখছে। আপনারা কোনো ধরনের ভয় পাবেন না।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, জেলা পুলিশ সব সময় আপনাদের সেবায় নিয়জিত। আমাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা দেয়া, ঘর-বাড়ি নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না। সাইক্লোন সেন্টার ও আপনাদের রেখে আসা ঘর-বাড়ির নিরাপত্তা দিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।