• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে নকল সরবরাহ করায় এএসআই`র কারাদণ্ড

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ মে ২০১৯  


পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ করায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ মে) দুপুরে রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা এ রায় দেন। মাহাবুব সদর সার্কেল অফিসে কর্মরত।

জানা যায়, সারাদেশের মতো পটুয়াখালীর কয়েকটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্য মাহাবুবের অন্য কেন্দ্রে দায়িত্ব থাকলেও, বার বার এই কেন্দ্র প্রবেশ করছেন। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাকে নিষেধ করলেও সে বাধা না মেনে আবার ওই কেন্দ্রে প্রবেশ করায় সন্দেহ হলে তার দিকে এগিয়ে গেলে সে সঙ্গে থাকা কারেকশন কপি নিচে ফেলে দেয়। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান,  প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে অপরাধী হিসেবে পাওয়া গেছে, তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) জিয়াউর রহমান  বলেন, সব পাবলিক নিয়োগে জেলা প্রশাসন ও পুলিশসহ সব ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা সুষ্ঠু পরীক্ষা গ্রহণে সক্ষম হয়েছি। আগামী ৩০ তারিখ পরীক্ষা আছে ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করবো। তবে সব ধরনের অনিয়ম ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।