• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

প্রকাশ্যেই তৈরি হচ্ছে রং মেশানো লাচ্ছা সেমাই

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৬ মে ২০২১  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ্যেই অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক রং মেশানো লাচ্ছা সেমাই তৈরি এবং বিক্রি করা হচ্ছে। ভেজাল খাদ্য তৈরি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মেহেদুল ইসলাম, চকেন্দাহার গ্রামের বিপুল, রাজু, হরিরামপুর নাকাই বাজারের পাশে বাবলু, পৌরশহরের বটতলীতে আব্দুর রাজ্জাক সোনারপাড়াসহ বিভিন্ন স্থানে লাচ্ছা তৈরির কারখানা স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করে আসছে। সেইসাথে লাচ্ছা সেমাইয়ে মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং।

এছাড়া উপজেলার আরও ৫/৭টি পয়েন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পাম ও পোড়া তেলে ভেজে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। এসব সেমাই দেদারছে বিক্রি হচ্ছে বিভিন্ন হাটবাজারে। ক্ষতিকারক রং মেশানো এসব ভেজাল খাদ্য খেয়ে লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।

শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের আবুল কাশেম অভিযোগ করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাজেদুল ইসলাম বলেন, ভেজাল খাবার খেলে পেটের পিড়াসহ বিভিন্ন রোগ হতে পারে। এছাড়া রং মেশানো খাবার খেলে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ জানান, শিগগিরই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।