• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

প্রথমবারের মতো ক্যারেটভিত্তিক দাম নির্ধারণ রূপার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

বাজারে দিন দিন রূপা ও রূপার অলঙ্কারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রথমবারের মতো ধাতুটির ক্যারেটভিত্তিক দাম নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর (রোববার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২১ সেপ্টেম্বর থেকে বাজারে এ দাম কার্যকরও হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতিভরি রূপার দাম পড়বে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ আর এক ভরি সনাতন রূপার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সোনা ও রূপার দাম পুনর্নির্ধারণ করা হলেও রূপার ক্ষেত্রে ক্যারেটভিত্তিক দাম নির্ধারণ করা হতো না। আগে শুধু প্রতিগ্রাম রূপার দাম ধরা হত ৮০ টাকা। এবার সনাতন রূপার প্রতিগ্রামের দাম ৮০ টাকা ধরে এ মূল্য তালিকা দিয়েছে বাজুস।

এ প্রসঙ্গে বাজুসের সহ-সভাপতি ও ক্যারেটভিত্তিক রূপার দাম নির্ধারণ কমিটির আহ্বায়ক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, এতে করে গ্রাহকরা রূপা ও রূপার অলঙ্কার কিনে মানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। বর্তমান বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় রূপার অলঙ্কারের চাহিদা বেড়ে গেছে। এ সুযোগে এমিটেশন গহনাকে (মেটাল জাতীয়) রূপার অলঙ্কার বলে বিক্রি করার প্রবণতা দেখা গেছে। শুধু তাই না এখন থেকে রূপার গহনা ও বিক্রি করা রূপার গায়েও সোনার মতোই হলমার্ক পদ্ধতিতে খোদাই করে কোন ক্যারেটের রূপা তা লিখে দিতে হবে বলেও জানান তিনি।

এতে গ্রাহকরা যেমন নিশ্চিত হবেন কোন মানের রূপার অলঙ্কার কিনলেন তিনি, তেমনি এমিটেশনের গহনা রূপার গহনা বলে চালিয়ে দিতে পারবেন না কোনো অসাধু ব্যবসায়ী। গ্রাহকদের মানের ব্যাপারে নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে বর্তমানে দেশের বাজারে প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৬ হাজার ৪৫৭ টাকায়। ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা। এছাড়া এক ভরি সনাতন সোনার দাম পড়ছে ৫৪ হাজার ২৩৮ টাকা। গেল ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে এ দাম কার্যকর আছে।