• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফিটকিরি, চুন, চিনি দিয়ে তৈরি হচ্ছে গুড়!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ মে ২০২০  

পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান  পেয়েছে। ওই কারখানা থেকে ১০০ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। ওই কারখানায় ফিটকিরি, চুন, চিনি দিয়ে তৈরি করা হতো গুড়। ভেজাল গুড় তৈরির দায়ে তিন গুড় ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং ভেজাল গুড় তৈরির উপকরণ জব্দ করে নষ্ট করা হয়।

রবিবার (১৭ মে) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত গুড় ব্যবসায়ীরা হলেন, আব্দুস সালাম (৬০), সৈয়দ আলী (৫৫) ও আনু মন্ডল (৪০)। তারা দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিলেন।

ভেজাল গুড়

অভিযানে ১০০ মণ ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির উপকরণ ১০ কেজি ফিটকিরি, ৫ বস্তাা (প্রতি বস্তা ৫০ কেজি) চিনি, এক কেজি রং, চুন ১০ কেজি  জব্দ করে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল গুড় তৈরি ও বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর সালামের ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় ব্যবসায়ী আব্দুস সালামের ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি জরিমানার টাকা দিয়ে মুক্ত হন।

ভেজাল গুড়
এরপর উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান চালিয়ে ভেজাল গুড় বিক্রির সময় দুই গুড় ব্যবসায়ী সৈয়দ আলী ও আনু মন্ডলকে আটক করা হয়। এ সময় বেশকিছু ভেজাল গুড় জব্দের পর নষ্ট করে ফেলা হয়। এসময় সৈয়দ আলীর কাছ থেকে ৫ হাজার ও আনু মন্ডলের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।