• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বঙ্গবন্ধুকে ঘিরে ধ্যান-জ্ঞান-অবসর সময় শিক্ষার্থী ময়নার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

 

পটুয়াখালী প্রতিনিধি :
লেখাপড়ার সময়টুকু বাদে অবসর কাটে স্বাধীনতার মহান স্থাপতি জাতির বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ছড়া ও তার প্রতিকৃতি অংকন করে। স্কুলের খাতা, বাড়ীর টিনের দেয়ালে শোভা পাচ্ছে সেসব ছবি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ময়না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে নিজেকে উৎসর্গ করতে চানসোনার বাংলা গড়ার প্রত্যয়ে।  
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ হাতে ছুঁয়ে দেখার ইচ্ছা ব্যক্ত করে ময়না জানায়, রাতে মোবাইল ফোনে জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন না শুনলে তার ঘুম আসেনা। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর ভাষন শুনলে শুনতে আমার ভিতরে এক ধরনের শিহরন তৈরি হয়। আমার ভিতরে এক ধরনের মনোবল তৈরি হয়। আমার সকল কর্মে সব সময় বঙ্গবন্ধুকে খুজে পাই। আমার ভাবনায় একমাত্র বঙ্গবন্ধু। সব সময়ই মনে হয় জাতির জনকের কন্যা শেখ হাসিনার কেউ নেই। ইচ্ছে করে তার কাছে গিয়ে বলতে, তুমি আর কাঁদবে। না আমি তোমার পাশে আছি। আমিও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এ জীবন বাজি রাখেছি। 
উপজেলার নীলগঞ্জের কুমিরমারা গ্রামের কবির গাজী ও শিউলি বেগম একমাত্র কন্যা ময়না। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর ভালবাসা সাদা কাগজে রং তুলির আচরে ফুটিয়ে তোলেন নিখুত ভাবে। ১৫ আগষ্ট শোক দিবসে শেখ মুজিবের প্রতিকৃতি অংকন করে আর কবিতা লিখে নজর কেড়েছে প্রশাসনসহ সাধারন মানুষের। ময়নার হাতে আঁকা কয়েকটি ছবি স্থান পেয়েছে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে। 
ময়নার বাবা কবির গাজী বলেন, ছোটবেলা জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমাদের পরিবারে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত। কারন সে জাতির পিতার বাংলাদেশের স্থাপতির আদর্শে মানুষ হচ্ছে। তাকে বুকে লালন করে বেড়ে উঠছে। 
মা শিউলি বেগম জানান, ছোটবেলা বেলায় অন্য শিশুরা যখন খেলঅয় ব্যাস্ত থাকে। থখন ময়না বঙ্গবন্ধুর ছবি একে, তার জীবনী পড়ে, তাকে নিয়ে ছড়া লিখে সময় কাটাত। ভাবতাম বড় হলে পরিবর্তন হবে। কিন্তু সে শখ থেকে এক পা ফিরে আসেনি ময়না। স্কুলের টিফিনের টাকা জুগিয়ে বঙ্গবন্ধুর উপড় লেখা বই সংগ্রহ করে।  
পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস জানান, ময়না যেভাবে বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রানে লালন করে সেটি আসলেই অবিশ্বাস্য। ওর দেখাদেখি স্কুলের অন্যান্য শিক্ষার্থীরাও বঙ্গবন্ধুর চেতনায় আজ উজ্জীবিত। ওর মাধ্যমে তরুন প্রজন্ম আরো বেশি জাতির জনকের চেতনা আর আদর্শে উজ্জীবিত হোক এটাই আমাদের কামনা।